Councillor Station: মহানগরের মাঝে ছোট্ট স্টেশন, ওয়ার্ডের সমস্যার সমাধান এবার বাড়ির সামনে

Jan 21, 2022, 13:32 PM IST
1/5

কাউন্সিলার স্টেশন

Councillor Station

কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডে এরকম ছোট স্টেশন আছে আটটা। জংশন স্টেশন দুটো। ৪৮ নম্বর ওয়ার্ডেই কলকাতা পুরসভার প্রথম ওয়ার্ড, যেখানে এই ধরনের স্টেশন চালু হয়েছে।

2/5

কে থাকছেন স্টেশনে?

who is there at the station

প্রতিটি স্টেশনে সপ্তাহে দুদিন করে দেড় ঘন্টার জন্য এসে চেয়ার টেবিল পেতে বসে থাকছেন সিএবির ক্রীড়া প্রশাসক এবং এই ওয়ার্ডের নব নির্বাচিত পুরপিতা বিশ্বরূপ দে।

3/5

কী হচ্ছে এখানে?

what is happening here

পানীয় জল, নিকাশী, আলো, আবর্জনা সাফাই সহ ৬ দপ্তরের পৌর আধিকারিককে সঙ্গে নিয়ে তিনি আসছেন ছোট স্টেশনে।

4/5

কী হবে জংশন স্টেশনে?

what happens in junction station

এই ৬ দপ্তরের পৌর আধিকারিকদের সঙ্গে জংশন স্টেশনে যুক্ত হচ্ছেন স্বাস্থ্য এবং কন্যাশ্রীর আধিকারিকরা।

5/5

কেন হচ্ছে কাউন্সিলার স্টেশন?

why is this happening

করোনাকালে ঘরে ঘরে আক্রান্ত। সংক্রমণের আশঙ্কায় সিনিয়র সিটিজেনদের সিংহভাগ বাড়ি থেকে বেরোতে চাইছেন না। চাইছেন না ওয়ার্ড অফিসে ভিড়ের মধ্যে যেতে। তাই তাদের বাড়ির নিচে পৌর পরিষেবা দিতে চেয়ার পেতে বসে আছেন পুরপিতা। অনেকটা দুয়ারে কাউন্সিলরের ধাঁচে চলছে এই স্টেশন।