CPI(M): যাদবপুরে মার্ক্সীয় সাহিত্যের বুকস্টলে তিন দিনে বিক্রি ১ লক্ষ টাকার বই

স্টল শুরু হওয়ার তিন দিনের মধ্যেই ১ লক্ষ্য টাকার বই বিক্রি হয়েছে স্টল থেকে।  

Oct 13, 2021, 14:02 PM IST

প্রতি বছরের মতোই এই বছরও যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে শুরু হয়েছে CPI(M) মার্ক্সীয় সাহিত্যের স্টল। ৯ তারিখ উদ্বোধন হয় এই স্টল। অসংখ্য পার্টি কর্মীর সঙ্গেই উপস্থিত ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রবিন দেব। পার্টির নেতারা ছাড়াও পথচলতি বহু মানুষ সময় কাটান এখানে। প্রথম দিনেই ২০,০০০ টাকার বই বিক্রি হয় এখানে। জানা গেছে, স্টল শুরু হওয়ার তিন দিনের মধ্যেই ১ লক্ষ্য টাকার বই বিক্রি হয়েছে স্টল থেকে।  

1/8

মার্ক্সীয় সাহিত্যের স্টলে CPI(M) এর রাজ্য সম্পাদক

State secretary of CPI(M) in Jadavpur book stall

যাদবপুরের মার্ক্সীয় সাহিত্যের বুকস্টলে ঘুরে গেলেন CPI(M) এর রাজ্য সম্পাদক। ঘুরে দেখলেন স্টল এবং বই। কথা বললেন স্টলে থাকা সাধারণ মানুষ এবং স্থানীয় নেতৃত্বের সাথে।

2/8

স্টলে এলেন যাদবপুরের প্রাক্তন বিধায়ক, CPI(M) নেতা সুজন চক্রবর্তী

Sujan Chakraborty also came to the stall

যাদবপুরের প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী এসেছিলেন বুকস্টলে। তিনিও ঘুরে দেখলেন বুকস্টলের আয়োজন। কথা বললেন সাধারন মানুষের সাথে।

3/8

ঘুরে গেলেন প্রাক্তন ছাত্র নেতা এবং কসবা বিধানসভায় CPI(M) প্রার্থী শতরূপ ঘোষ

Shatarup Ghosh also came to the Marxist book stall

একই দিনে এই বুকস্টলে আসেন প্রাক্তন ছাত্র নেতা এবং কসবা বিধানসভায় CPI(M) প্রার্থী শতরূপ ঘোষ। সকলের সঙ্গে তিনি ঘুরে দেখেন স্টল। তাকে ঘিরে এলাকার তরুণদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।     

4/8

চায়ের আড্ডায় রাজ্য সম্পাদক

Surjya Misra happily posed for photos

ব্যস্ততার মাঝেই সময় করে বুকস্টলে আসেন রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র। তাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মত। চায়ের আড্ডার ফাঁকে ছবি তোলার আবদার মেটালেন হাসি মুখেই। 

5/8

তরুণ মুখের সারি

All the young supporters took photo together

বেশ কিছুদিনের কর্মযজ্ঞের পরে বুকস্টল শুরু হওয়ার পরে সকলের গলায় উচ্ছাসের সুর। একসাথে ছবি তুললেন তরুণ কর্মীরা।

6/8

উদ্বোধনে কমলেশ্বর মুখার্জি

Kamaleswar mukherji inaugurated the stall

৯ তারিখে বুকস্টলের উদ্বোধনে এসেছিলেন চিত্র পরিচালক এবং ডাক্তার কমলেশ্বর মুখার্জি। ফিতে কেটে স্টলের উদ্বোধন করেন তিনি।

7/8

উদ্বোধনের দিনে স্টলে রবিন দেব

Rabin Deb also came to the stall

উদ্বোধনের দিনেই স্টলে এসেছিলেন আরেক বাম নেতা রবিন দেব। সকলের সাথেই তিনিও ঘুরে দেখেন দেখেন স্টল।

8/8

বক্তব্য রাখলেন দেবদূত ঘোষ

Devdut Ghosh was present at the opening of the stall

মার্ক্সীয় সাহিত্যের স্টলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবদূত ঘোষ। যাদবপুরের পাশের বিধানসভা কেন্দ্র টালিগঞ্জে CPI(M) এর প্রার্থী ছিলেন তিনি। দুই হেভিওয়েট নেতা, তৃণমূলের (TMC) অরূপ বিশ্বাস এবং বিজেপির (BJP) বাবুল সুপ্রিয়র সাথে লড়াই করে তৃতীয় স্থানে নির্বাচন শেষ করেন তিনি।