Amartya Sen: শহরে অমর্ত্য সেনের সঙ্গে সাক্ষাতে বামেরা! কী পরামর্শ দিলেন নোবেলজয়ী...

Amartya Sen: নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে সাক্ষাৎকার। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ হেভিওয়েট ব্যক্তিত্বরা।

Jul 12, 2024, 12:33 PM IST
1/6

মৌমিতা চক্রবর্তী: নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে সাক্ষাৎকার। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, পার্টির পলিটব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব। 

2/6

JBCSSR সম্পর্কে অমর্ত্য সেনের পরামর্শ, সমকালীন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তাঁর ভাবনা এবং বাংলার বাম আন্দোলন সম্পর্কে আলোচনা।

3/6

টানা দু'ঘণ্টা চলে আলাপ-আলোচনা। কলকাতার এক হোটেলে সারেন নৈশভোজও।

4/6

সাক্ষাতের পরে সোশ্যাল মিডিয়ায় একেবারে উচ্ছ্বসিত পোস্টও করতে দেখা গিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে।

5/6

সেলিম লেখেন, 'নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাথে দু ঘন্টা সময় কাটালাম। তিনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাঁর বিস্ময়কর স্মৃতি, অসাধারণ জ্ঞান, চিন্তাভাবনা এবং বাংলার বাম আন্দোলন সম্পর্কে গভীর আগ্রহ সব নিয়ে আমরা আজ অনেক কিছু পেলাম তার কাছ থেকে।'

6/6

কিছুদিন আগেই,  লোকসভা নির্বাচনে ফলাফল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অমর্ত্য সেন। তিনি বলেন, 'সংবিধান বদল করতে যে যে আলোচনার প্রয়োজন ছিল তা করা হয়নি ৷ মণিপুরের যা সমস্যা মধ্যপ্রদেশের তা সমস্যা নিশ্চই নয়।" প্রতীচী ট্রাস্টের (ইণ্ডিয়া) আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, "বেকার সমস্যার সমাধান করা যাবে না শিক্ষায় জোর না দিলে। দেওয়া হচ্ছে না, এটাই আক্ষেপ।'