বাবা-মায়ের বিচ্ছেদের পর ভাঙল নিজের বিয়েও, বিপর্যস্ত দিয়া মির্জা!

Feb 11, 2020, 11:05 AM IST
1/6

সাহিল সঙ্ঘের সঙ্গে বিয়ের পর সাড়ে চার বছর সংসার করেছেন। এরপর জোর মনোমালিন্যের জেরে সাহিলের সঙ্গে সাড়ে চার বছরের সংসার ভেঙে বেরিয়ে আসেন দিয়া মির্জা। সাহিলের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পরই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই খবর জানান বলিউড অভিনেত্রী

2/6

সম্প্রতি সাহিলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন দিয়া মির্জা। তিনি বলেন, ৩৪ বছর আগে বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন তিনি। মাত্র  ৪ বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ দেখার পর এবার নিজের ক্ষেত্রে তিনি মন শক্ত করে নিয়েছেন।  তবে বিষয়টি নিয়ে তিনি আর ভাবতে চান না।  কারণ ভাবনার মত মানষিক জোর তাঁর নেই বলে জানান দিয়া  

3/6

সাহিল সঙ্ঘের সঙ্গে বিয়ে ভাঙছে বলে জানান দিয়া মির্জা। বি টাউনের গুঞ্জন, বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার পুণম ধিলনের সঙ্গে সাহিলের ঘনিষ্ঠতা বাড়াতেই শেষ পর্যন্ত অভিনেত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হচ্ছে 

4/6

অন্যদিকে সাহিলের পাশাপাশি দিয়ার সঙ্গেও নাকি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মোহিত রায়নার ঘনিষ্ঠতা বাড়ছে।  সেই কারণেই শেষ পর্যন্ত দিয়া এবং সাহিল বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায় 

5/6

তবে বিচ্ছেদ হলেও, তাঁরা একে অপরের ভাল বন্ধু সব সময় থাকবেন বলে আশা প্রকাশ করেন দিয়া মির্জা 

6/6

যদিও দিয়ার সঙ্গে বিচ্ছেদ হলেও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সাহিল সঙ্ঘ