শোভনের তৃণমূলে ফেরা পাকা হতেই বিজেপিতে যোগদান দেবশ্রীর? অমিত শাহকে চিঠি

| Nov 06, 2019, 21:04 PM IST
1/5

অঞ্জন রায়: অমিত শাহের কাছে বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করে চিঠি দিলেন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। এর পাশাপাশি নিরাপত্তাও চেয়েছেন। 

2/5

অমিত শাহকে চিঠিতে দেবশ্রী রায় লিখেছেন, আপনাদের দলে যোগ দিতে চলেছি। সে কারণে আমি নিরাপত্তার অভাব বোধ করছি। তাই নিরাপত্তা চাইছি।     

3/5

মুকুল রায়ের কথায়,''শুধু দেবশ্রী কেন প্রায় ১১০ জন লোক চিঠি দিয়েছেন। সিপিএম, তৃণমূল ও কংগ্রেসের আছে।''

4/5

শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় গত ১৪ অগাস্ট বিজেপিতে নাম লেখান। ওই দিনেই গেরুয়া শিবিরে নাম লেখাতে বিজেপির সদর দফতরে পৌঁছে গিয়েছিলেন দেবশ্রী। কিন্তু আপত্তি করেন শোভন। তিনি বাধা দেওয়ায় দিল্লি থেকে খালি হাতে ফেরেন দেবশ্রী। 

5/5

সেই শোভনই সম্ভবত আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার ফিরে যাচ্ছেন তৃণমূলে। শোভন-বৈশাখীর সঙ্গে বিজেপির দূরত্বের অন্যতম কারণই হলেন দেবশ্রী রায়। তাঁকে দলে নেওয়া হলে বিজেপিতে থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন কলকাতার প্রাক্তন মেয়র। কিন্তু দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে দল চলে না। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ দিল্লিতেও যান শোভন ও বৈশাখী। কিন্তু তারপর থেকে আর তাঁদের দেখা যায়নি। শোভনের প্রস্থানের পর এবার সম্ভবত আসছেন দেবশ্রী।