দিল্লি হিংসায় জড়িত, আপ কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে UAPA ধারায় অভিযোগ আনল পুলিস

Apr 22, 2020, 21:41 PM IST
1/5

1

1

দিল্লি হিংসায় মদত দেওয়ায় আম আদমি পার্টি কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় অভিযোগ আনল দিল্লি পুলিস। ফেব্রুয়ারি মাসে হওয়া দিল্লি হিংসায় তাহির হুসেন হিংসায় জড়িত ছিলেন বলে অভিযোগ।

2/5

2

2

দিল্লি হিংসার তদন্তে নেমে আগেই তাহির হুসেনকে গ্রেফতার করেছিল পুলিস। তার বিরুদ্ধে আইবি অফিসার অঙ্কিত শর্মার খুনের অভিযোগও আনা হয়েছে। একাধিক ভিডিয়োয় তাঁর গতিবিধি সন্দেহ বাড়িয়ে দিয়েছিল পুলিসের।

3/5

3

3

এদিকে, দিল্লি হিংসায় মদত দেওয়ায় জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের বিরুদ্ধেও ইউএপিএ ধারা দেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের আরও ২ ছাত্র।

4/5

4

4

উমর খালিদের বিরুদ্ধে অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকালীন সময়ে তিনি উত্তেজক বক্তব্য রেখেছিলেন। সিএএ-র বিরুদ্ধে লোক জড়োও করেছিলেন তিনি। উমরকে এখনও গ্রেফতার করা হয়নি। শীঘ্রই তাঁকে ডাকা হবে বলে জানা যাচ্ছে।

5/5

5

5

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় উত্তর-পূর্ব দিল্লিতে। ওই হিংসায় ৫৩ জনের মৃত্যু হয়। আহত হন ২০০ জন।