Ghatal Lok Sabha Election Result | Dev: কাকুর ক্যারিশমা নাকি কুৎসার উত্তর! শুধুমাত্র কেশপুরেই ৫৫ হাজার লিডে দেব

Ghatal Lok Sabha Election Result | Dev: ক্রমশঃ বাড়ছে ব্যবধান। ঘাটালে ৭০হাজার ভোটে এগিয়ে রয়েছে দেব। কেশপুরেই লিড রয়েছে ৫৫হাজারের বেশি। আর এই খবর পেয়েই কেশপুরে তৃণমূল কর্মীরা মাতল আবির খেলায়।  

| Jun 04, 2024, 15:50 PM IST
1/7

যত কাণ্ড কেশপুরে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমদিন থেকেই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলে চলেছেন যে কেশপুরে নাকি সন্ত্রাস চালান দেব।   

2/7

যত কাণ্ড কেশপুরে

'শুধু সন্ত্রাসই নয়, কেশপুরের মানুষ বঞ্চিত', 'কেশপুর থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলে দেব', একের পর এক অভিযোগ করেন হিরণ।   

3/7

যত কাণ্ড কেশপুরে

এমনকী ভোটের দিনও সন্ত্রাসের অভিযোগ আনেন হিরণ। চুরি, তোলাবাজি, সন্ত্রাস সব অভিযোগ নস্যাৎ করেই খোদ কেশপুর থেকেই বিশাল মার্জিনে জিতছেন দেব।   

4/7

যত কাণ্ড কেশপুরে

১০ রাউন্ডের শেষে ১ লাখ ২ হাজার ৭৬ ভোটে এগিয়ে রয়েছেন দেব। এখনও অবধি তাঁর প্রাপ্ত ভোট ৪ লক্ষ ৯৪ হাজার ৬০৮ ভোট।   

5/7

যত কাণ্ড কেশপুরে

শুধুমাত্র কেশপুরেই ৫৫ হাজার ভোটে লিডে রয়েছেন দেব।   

6/7

যত কাণ্ড কেশপুরে

কিছুদিন আগেই ভাইরাল হয়েছিলেন কেশপুরের কাকা। কিছুদিন আগেই দেব জানান যে সবাই তাঁর ফ্যান কিন্তু তিনি কেশপুরের কাকার ফ্যান।     

7/7

যত কাণ্ড কেশপুরে

কে এই কাকা? কিছুদিন আগেই হিরণের এক ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োতে দেখা যায়, তিনি কেশপুরের এক সমস্যার কথা বলতে বলতে ভাষাহীন হয়ে পড়েন। তাঁর কথা না বুঝেই পাশের এক কাকা বলে ওঠেন যে 'বাংলা ভাষাতেই বলো'। সেখান থেকেই নেটপাড়ায় ওঠে হাসির রোল। ভাইরাল হয়ে যান কাকা।