1/8
2/8
3/8
4/8

5/8
6/8
7/8

এই ছবির জন্য হাজারও ব্যস্ততার মাঝেও সকাল-বিকেল সময় করে পায়ে ফুটবল নিয়ে মাঠে গিয়ে দৌড়েছেন, ঘাম ঝরিয়েছেন। অভিজ্ঞ ফুটবলারদের কাছ থেকে রপ্ত করেছেন খেলার কৌশলও। এমনকি খালি পায়েও ফুটবল প্র্যাকটিস করতে দেখা গিয়েছে তাঁকে। গায়ের রঙে সাদৃশ্য আনতে 'ট্যানড' হয়েছেন। এখানেই শেষ নয়, চরিত্রের প্রয়োজনে কুস্তিও শিখেছেন দেব। ছবি-worldofprateetiইনস্টাগ্রাম পেজ
8/8