1/10
2/10
কংগ্রেসের দাবি, গোটা দেশ জওয়ানদের উপরে হামলার ঘটনায় শোকস্তব্ধ, ঠিক তখন করবেট জাতীয় উদ্যানে শ্যুটিং করছিলেন প্রধানমন্ত্রী। সন্ধে সাড়ে ৬ পর্যন্ত শ্যুটিং করেছিলেন। হামলার চার ঘণ্টা পরেও নিজের ব্র্যান্ডিং, ফটোশ্যুট নিয়ে ব্যস্ত ছিলেন মোদী। রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করেন, ৩.১০ নাগাদ পুলওয়ামার সেনার উপরে হামলা হয়। তারপর রামপুর গেস্ট হাউসে স্ন্যাক্স খাচ্ছিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও একই অভিযোগ তোলেন টুইটারে। বেশ কিছু ছবিও আপলোড করেন।
photos
TRENDING NOW
3/10
4/10
5/10
6/10
7/10
8/10
9/10
বিকেল ৪ থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত নরেন্দ্র মোদী পরিস্থিতির উপরে নজর রেখেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চলেছেন। এমনকি রুদ্রপুরে প্রচুর মানুষের জমায়েত হলেও সভায় যাননি প্রধানমন্ত্রী। বাতিল করেছিলেন ওই সভা। কিন্তু প্রচুর মানুষ আসায় ৫.১৫ মিনিট নাগাদ ৫-৭ মিনিটের জন্য ফোনেই ভাষণ দিয়েছিলেন।
10/10
photos