'দিল বেচারা' সুশান্তের পারফরম্যান্স মুগ্ধ নেটজনতা, কে কী লিখছেন দেখুন...

Jul 10, 2020, 18:47 PM IST
1/6

শাহিদ রাজা খান বলে এক ব্যক্তি লিখেছেন, '' এক টেকে গোটা গানের শ্যুট, ভাবাই যাচ্ছে না, আমার মনে হয়, আগে কখনও এমন হয়নি। একেবারই অন্যরকম, অসাধারণ, অপূর্ণ। সবকিছুই অনবদ্য, এ আর রহমানের গাওয়া গানটি এটিকে অন্য মাত্রা এনে দিয়েছে।''

2/6

'দিল বেচারা'র টাইটেল ট্র্যাক থেকে কিছু ক্লিপিংস শেয়ার করে এক ব্যক্তি লিখেছেন, সুশান্ত প্রথম থেকে শেষপর্যন্ত ওয়ান টেকে পারফর্ম করেছে। আর শেষ অবধি একই এনার্জি। 'অসাধারণ'

3/6

কে পি কোলি বলে একজন লিখেছেন, ''দিল বেচারার গানটা এইমাত্র শুনলাম, আবেগতাড়িত হয়ে পড়েছি। সুশান্তের জন্য খারাপ লাগছে।''

4/6

হর্ষা মনরল বলে একজন লিখেছেন, ''এই ট্যাকটি ভীষণই আবেগঘন। সুশান্তকে দেখে মনে হচ্ছে, ও আমাদের জন্যই পারফর্ম করেছে। গানটি আমাদের একটা অন্য জগতে নিয়ে যায়, মনে হচ্ছে ওর সামনে বসে আমরা এটা দেখছি। আমি ঠিক করেছিলাম, এটা দেখতে দেখতে কখনওই কাঁদবো না, কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। ''

5/6

মীরা চোপড়া বলে একজন লিখেছেন, ''ও মাই গড! গানটি এক টেকে করা। মাঝে কোনও কাট নেই। কতজন অভিনেতা এটা করতে পারেন। এটার জন্য প্রতিভার প্রয়োজন।''

6/6

এক ব্যক্তি লিখেছেন, ''তু মুঝে মিস ভি না করে... দিল বেচারা। কীভাবে এই গানের মধ্যে এমন কথা রয়েছে? অবিশ্বাস্য। শুনে মনে হচ্ছে সুশান্ত এই কথাগুলি তাঁর অনুগামীদের জন্য পৃথিবী ছাড়ার আগে রেকর্ড করে গিয়েছিলেন। আর এ আর রহমান সুশান্তের জন্যই এই গান তৈরি করেছেন, খুব ভালো''