দুর্গাপুর ব্যারেজের জরাজীর্ণ লক গেট ভেঙে বিপত্তি, জলের তোড়ে কাঁপছে ব্রিজ

Oct 31, 2020, 13:59 PM IST
1/7

ভোররাতে দুর্ঘটনা। দুর্গাপুর ব্যারেজের একতিরিশ নম্বর লক গেট ভেঙে  বিপত্তি। প্রবল তোড়ে জল বেরোতে শুরু করেছে। 

2/7

বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনের পুরনো লকগেট। রক্ষণাবেক্ষনের অভাবে জরাজীর্ন অবস্থা। অবিলম্বে মেরামতির প্রয়োজন। জলের তোড়ে কাঁপছে ব্রিজ।   

3/7

বাসিন্দাদের আশঙ্কা, ব্যারেজের জল যদি এভাবে বেরিয়ে যায়, তবে জল সঙ্কটের মুখে পড়তে হবে সবাইকেই। কি কারণে লকগেট ভাঙল? বিপর্যয়ের কারণ খতিয়ে দেখলেন আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন দাস।  

4/7

দুর্গাপুরে লকগেট ভেঙে বিপত্তিতে মেয়র দিলীপ অগস্তির আশ্বাস, আশঙ্কার কারণ নেই, জল সঙ্কট হবে না। সমস্ত ওয়ার্ডেই পানীয় জল পরিষেবা স্বাভাবিক থাকবে।  

5/7

জলের তোড়েই লকগেট ভেঙেছে। মেরামতির কাজ শুরু হয়েছে। লকগেট যে কার্যত কমজোরি হয়ে পড়েছিল তা স্বীকার করে নিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল  

6/7

দুর্গাপুর ব্যারেজের লকগেটে ফাটল। গাড়িতে যেতে যেতেই দাঁড়িয়ে পড়েন বাংকুড়ার বিজেপি সাংসদ। 

7/7

দেখভালের অভাবেই বিপত্তি। রাজ্য সরকারকে দুষে দাবি সুভাষ সরকারের।