শাশুড়ি মায়ের জন্মদিন, নিজের হাতে কেক বানালেন দীপিকা কক্কর

Apr 28, 2020, 15:48 PM IST
1/9

২২ ফেব্রুয়ারি ২০১৮, সহ অভিনেতা তথা, দীর্ঘদিনের বন্ধু শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। উত্তরপ্রদেশে মৌদাহা-তে শোয়েব ইব্রাহিমের দেশের বাড়িতে আয়োজিত হয়েছিল তাঁদের বিয়ের আসর। শোয়েবকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করেন দীপিকা, ইসলাম রীতি মেনেই হয় শোয়েব-দীপিকার বিয়ে। (ছবি-ইনস্টাগ্রাম)

2/9

শোয়েবকে বিয়ের পর থেকেই তাঁর পরিবারের সকলের সঙ্গে জমিয়ে সংসার করছেন দীপিকা কক্কর। সম্প্রতি শাশুড়ি মায়ের জন্মদিন বাড়িতেই সেলিব্রেট করেন টেলি অভিনেত্রী দীপিকা কক্কর। (ছবি-ইনস্টাগ্রাম)

3/9

দীপিকার তাঁর শাশুড়ি মায়ের জন্য নিজের হাতে বানান ট্রুফেল কেক। সেই ছবি সোশ্যাল মিডিয়াকে শেয়ার করেছেন দীপিকা। (ছবি-ইনস্টাগ্রাম)

4/9

শুধু কেকই নন, দীপিকা নিজের হাতে বানিয়েছেন শাশুড়ি মায়ের পছন্দের স্প্যাগেটি উইথ মাশরুম। (ছবি-ইনস্টাগ্রাম)

5/9

শাশুড়ি মায়ের জন্য আম আর ভ্যানিলা দিয়ে আইসক্রিমও বানিয়েছেন দীপিকা।  (ছবি-ইনস্টাগ্রাম)

6/9

লকডাউনের মধ্যেও বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে শাশুড়ি মায়ের জন্মদিন সেলিব্রেট করেছেন দীপিকা। (ছবি-ইনস্টাগ্রাম) 

7/9

তবে শুধু দীপিকাই নন, তাঁকে তাঁ শাশুড়ি মায়ের জন্মদিন সেলিব্রেট করতে সাহায্য করেছেন স্বামী শোয়েব ও তাঁর ননদ সাবা। (ছবি-ইনস্টাগ্রাম)

8/9

জন্মদিনে শাশুড়ি মায়ের সঙ্গে অভিনেত্রী দীপিকা কক্কর। (ছবি-ইনস্টাগ্রাম)

9/9

জন্মদিনে শাশুড়ি মায়ের সঙ্গে অভিনেত্রী দীপিকা কক্কর। (ছবি-ইনস্টাগ্রাম)