পৃথিবীর বাইরেও এক অতিকায় মহাসমুদ্র! চিনে নিন প্রাচীন এই মহাসাগরটিকে...

Ancient Ocean Found On Mars:সম্প্রতি মঙ্গল সম্পর্কে তাক-লাগানো খবর এসেছে। সেখানে নাকি একদা ছিল এক মহাসমুদ্র।

| Dec 07, 2022, 16:04 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গল নিয়ে মনোনিবেশ মানুষ বহুদিনই করেছে। এর ফলে বহু নতুন নতুন জিনিস সামনে এসেছে। সমৃদ্ধ হয়েছে মহাকাশবিজ্ঞান, সমৃদ্ধ হয়েছে মঙ্গলাভিযান সংক্রান্ত তথ্যভাণ্ডারও। সম্প্রতি মঙ্গল সম্পর্কে তাক-লাগানো খবর এসেছে। সেখানে নাকি একদা ছিল এক মহাসমুদ্র।

1/6

মহাসমুদ্র

লাল গ্রহে একদা ছিল এক মহাসমুদ্র। কাছাকাছি সময়ে নয়। প্রায় ৩.৫ বিলিয়ন বছর আগে, মানে, ৩৫০ কোটি বছর আগে।

2/6

হতবাক সকলে

পেনসিলভ্যানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা এই তথ্যটি আবিষ্কার করেছেন। তাঁরা এই সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করেছেন। আর সেই ছবিতেই হতবাক সকলে।  

3/6

লাল গ্রহ

গবেষণা জানিয়েছে, একদা লাল গ্রহটিতে বিরাজ করত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া। গ্রহটি সেদিন আজকের মতো রুক্ষ কর্কশ শুকনো জমাটবরফের এক জায়গামাত্র ছিল না। গবেষণাপত্রটি বেরিয়েছিল 'জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ: প্ল্যানেটস'।

4/6

পুরনো খাত

প্রচুর পুরনো খাতের ছবি দেখা গিয়েছে। এই খাতের দৈর্ঘ্য প্রায় ৬,৫০০ কিলোমিটার।   

5/6

সি-লেভেল ছিল উঁচু

এবারের গবেষণায় লাল গ্রহে 'ইওলিস ডোরসা' নামের একটি রিজিয়ন চিহ্নিত হয়েছে। সেখানে গবেষণা চালিয়ে জানা গিয়েছে, একদা মঙ্গলে সি-লেভেল অনেকদূর উঠেছিল!  

6/6

প্রাণের চিহ্ন!

আর নতুন এই প্রাপ্তিতে সেই পুরনো অনুমানটাই আরও জোরদার হচ্ছে-- মঙ্গলে নিশ্চয়ই ছিল জীবনের স্পন্দন। কেননা, সমুদ্র মানেই তো প্রাণের চিহ্ন!