পৃথিবীর বাইরেও এক অতিকায় মহাসমুদ্র! চিনে নিন প্রাচীন এই মহাসাগরটিকে...
Ancient Ocean Found On Mars:সম্প্রতি মঙ্গল সম্পর্কে তাক-লাগানো খবর এসেছে। সেখানে নাকি একদা ছিল এক মহাসমুদ্র।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গল নিয়ে মনোনিবেশ মানুষ বহুদিনই করেছে। এর ফলে বহু নতুন নতুন জিনিস সামনে এসেছে। সমৃদ্ধ হয়েছে মহাকাশবিজ্ঞান, সমৃদ্ধ হয়েছে মঙ্গলাভিযান সংক্রান্ত তথ্যভাণ্ডারও। সম্প্রতি মঙ্গল সম্পর্কে তাক-লাগানো খবর এসেছে। সেখানে নাকি একদা ছিল এক মহাসমুদ্র।
1/6
মহাসমুদ্র

2/6
হতবাক সকলে

3/6
লাল গ্রহ

5/6
সি-লেভেল ছিল উঁচু

6/6
প্রাণের চিহ্ন!
