তামিলনাডুতে একটি গরুর পেট থেকে বের করা হল ৫২ কেজি প্লাস্টিক!

Oct 21, 2019, 22:26 PM IST
1/5

তামিলনাডু ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির সার্জনরা একটি গরুর পেট থেকে ৫২ কেজি প্লাস্টিক বের করেছেন। (ছবি সৌজন্যে : এএনআই)

2/5

ভেপেরিতে গরুটি তীব্র ব্যথায় ছটফট করতে করতে নিজের পেটেই লাথি মারছিল। এরপর পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। (ছবি সৌজন্যে : এএনআই)

3/5

পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচারের পর গরুটির পাকস্থলি থেকে প্লাস্টিক বের করেন চিকিত্সকরা। এর মধ্যে পিন, স্ক্রু, সূচ, কয়েনও ছিল বলে জানা গিয়েছে। (ছবি সৌজন্যে : এএনআই)

4/5

২০ দিন আগেই গরুটি নতুন বাচ্চা প্রসব করেছে। কিন্তু মল-মূত্র ত্যাগে সমস্যা হচ্ছিল। সঙ্গে পেটের ব্যাথায় কাবু। স্থানীয় চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হলে তখন তামিলনাডু ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে নিয়ে যাওার কথা বলা হয়।  (ছবি সৌজন্যে : এএনআই)

5/5

তামিলনাডু ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির এক চিকিত্সক জানান, আমরা আগেও গরুর পেট থেকে প্লাস্টিক বের করেছি। কিন্তু এত প্লাস্টিক কখনও দেখিনি। (ছবি সৌজন্যে : এএনআই)