ফিরছে পুরনো স্মৃতি, দেড় দশক পর ফের কলকাতার রাস্তার নামছে দোতলা বাস

Oct 13, 2020, 00:16 AM IST
1/5

দেড় দশক পর ফের কলকাতার রাস্তায় ফিরছে দোতলা বাস। রং বদল হয়েছে, রয়েছে বেশকিছু আধুনিক ব্যবস্থাও। সবেমিলিয়ে পুরনো স্মৃতি ফেরাবে দোতলা বাস। -তথ্য ও ছবি-কমলিকা সেনগুপ্ত  

2/5

একসময় হাওড়া, বেহালা, ব্যারাকপুরের রাস্তায় চলত দোতলা বাস। এবার তা ব্যবহার হবে মূলত পর্যটনের জন্য। মঙ্গলবার নবান্নে এই বাসের যাত্রার আনুষ্টানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। -তথ্য ও ছবি-কমলিকা সেনগুপ্ত

3/5

আপাতত ২টি দোতলা বাস পথে নামছে।  প্রতিটি বাসে আসন থাকবে ৪৫টি। পরে বাসের সংখ্যা বাড়িয়ে ১০টি করার পরিকল্পনা রয়েছে রাজ্য পরিবহণ দফতরের। -তথ্য ও ছবি-কমলিকা সেনগুপ্ত

4/5

দুটি দোতলা বাস নামাতে খরচ হয়েছে ৯০ লাখ টাকা। এর জন্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট (সিআইআরটি)-এর অনুমতি নেওয়া হয়েছে। -তথ্য ও ছবি-কমলিকা সেনগুপ্ত

5/5

দুটি বাসেই ছাদ থাকবে খোলা। আগের থেকে খানিকটা চওড়া হবে সিঁড়ি। থাকছে সিসি ক্যামেরা, প্যানিক বাটন। -ছবি-কমলিকা সেনগুপ্ত