PV Sindhu: রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরলেন অলিম্পিক্সে জোড়া পদক জয়ী পিভি সিন্ধু

Aug 03, 2021, 19:13 PM IST
1/6

রিও অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন পিভি সিন্ধু। আর এবার টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরলেন ভারতের স্টার শাটলার। সিন্ধু ভারকের প্রথম মহিলা হিসেবে অলিম্পিক্সে দ্বিতীয়বার পদক জিতলেন। কুস্তিগীর সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত দক্ষতায় জোড়া অলিম্পিক্স পদক জয়ের নজির গড়েছেন হায়দরাবাদের মেয়ে।   

2/6

সিন্ধুর মুখে জয়ীর চওড়া হাসি। (ছবি সৌজন্যে: ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন)

3/6

এক ফ্রেমে সিন্ধু ও তাঁর কোরিয়ান কোচ পার্ক তায়ে সাং। রয়েছেন অজয় কুমার ও সিন্ধুর সাপোর্ট স্টাফ। (ছবি সৌজন্যে: ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন)

4/6

পুস্পস্তবক দিয়ে সিন্ধুকে সংবর্ধনা জানাচ্ছেন অজয় কুমার। (ছবি সৌজন্যে: ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন)

5/6

কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়েই সিন্ধু বিমানবন্দর থেকে বাইরে পা রাখেন। সিন্ধুর পাশে রয়েছেন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাধারণ সচিব অজয় কুমার। (ছবি সৌজন্যে: ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন)

6/6

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সিন্ধুকে স্বাগত জানানোর জন্য ঢোলবাদকের আয়োজন করা হয়েছিল। ঢোলের আওয়াজেই সিন্ধু বিমানবন্দরের বাইরে পা রাখেন। ঢোলের বোলেই সিন্ধু গর্জন। (ছবি সৌজন্যে: ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া)