1/6
নবদ্বীপের চন্দ্রবাড়ি
2/6
ঐতিহ্যবাহী
কলকাতার খিদিরপুর এবং নবদ্বীপে দোকান ভাড়া দিয়ে এ বাড়ির পুজোর খরচ তোলা হয়। এ সংক্রান্ত লিখিত-পড়িতও করা আছে পূর্বপুরুষদের তরফে। সেই নিয়মেই পুজো হয়ে আসছে। তবে খরচ বেড়েছে বলে সাবেকি ভাড়ার টাকা দিয়ে আর পুজোর সমস্ত খরচ করা সম্ভব হয় না। বর্তমান প্রজন্মও সারা বছর ধরে তাঁদের রোজগারের টাকা থেকেও একটা অংশ পুজোর খরচের জন্য জমান।
photos
TRENDING NOW
3/6
একচালা সাবেকি প্রতিমা
4/6
আগমনী
5/6
চব্বিশ-রীতি
এ বাড়ির পুজোর নিয়মনিষ্ঠা নিয়ে বললেন পারুল চন্দ্র, বর্তমান চন্দ্রবাড়ির গৃহিণী। তিনি জানান, দুর্গা মাকে এখানে ভোগে যে যে পদ নিবেদিন করা হয় তা সংখ্যায় ২৪টি করে থাকে। যেমন, লুচি ২৪টি, আলুভাজা ২৪টি, বেগুন ভাজা ২৪টি, মিষ্টি ২৪টি। সব চেয়ে চিত্তাকর্ষক সম্ভবত প্রতিমা নিরঞ্জনের সময়েও ২৪জন বেহারার কাঁধে চাপিয়ে মাকে বিদায় জানানোর পদ্ধতি!
6/6
সাধারণের সমাগমে পূর্ণ
photos