লোকাল ট্রেন চালু করতে চাই, এবার বৈঠকে বসুন, রাজ্যকে চিঠি রেলের

Oct 14, 2020, 22:01 PM IST
1/9

নিজস্ব প্রতিবেদন: লকডাউন পর্ব থেকে চলছে না লোকাল ট্রেন। ধীরে ধীরে সব স্বাভাবিক হলেও এখনও চালু হয়নি রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা। 

2/9

এবার লোকাল চালু করতে রাজ্যের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠি দিল পূর্ব রেলওয়ের অতিরিক্ত জেনারেল ম্যানেজার। 

3/9

চলতি সপ্তাহেই একাধিক স্টেশনে বিক্ষোভ দেখিয়েছেন যাত্রীরা। দাবি, অবিলম্বে চালু করতে হবে লোকাল ট্রেন। 

4/9

সকলেরই প্রশ্ন, রাজনৈতিক দলের মিটিং-মিছিল হতে পারলে লোকাল ট্রেন চালু হবে না কেন? রেলকর্মীদের স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ারও দাবি করেছেন তাঁরা।              

5/9

বাংলার মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে যাত্রী বিক্ষোভের প্রসঙ্গটি উল্লেখ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, গত কয়েকদিন ধরে যাত্রীদের বিক্ষোভের জেরে স্টাফ স্পেশাল ট্রেন চালাতে অসুবিধা হচ্ছে। এর ফলে ব্যাহত হচ্ছে অন্যান্য রেল পরিষেবা। 

6/9

লোকাল ট্রেন চালানোর জন্য ইতিমধ্যেই সরকারের সঙ্গে আলোচনা চেয়েছিল রেল। কিন্তু সময় দেওয়া হয়নি বলে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে চিঠিতে। 

7/9

রেল জানিয়েছে, লোকাল ট্রেন চালানোর যেতে পারে কিনা তা নিয়ে আলোচনা করা দরকার। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে চাই লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা।

8/9

সে কারণে রাজ্য সরকার ও পূর্ব রেলের বৈঠক দরকার। 

9/9

বলে রাখি, লোকার ট্রেন চালানোর সওয়াল করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।