চাঁদের আলোয় তাজমহলের সৌন্দর্য উপভোগ করুন, রাতের বেলাও খোলা থাকছে Taj Mahal এর দরজা

Aug 22, 2021, 21:28 PM IST
1/7

পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল

The Taj Mahal is the seventh wonder of the world

নিজস্ব সাংবাদদাতা: পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল। করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল তাজমহলের দরজা।  পর্যটকদের অন্যতম আকর্ষণ তাজমহল।  ভালবাসার প্রতীক তাজমহলের সৌন্দর্য দেখানোর জন্য দূর দূর থেকে পর্যটন আসেন। আর স্থাপত্যের এই সৌন্দর্য দর্শন করতে দেড় বছর বঞ্চিতই থাকতে হয়েছে পর্যটকদের, আবার মিলছে এই সুযোগ। 

2/7

শনিবার থেকে পর্যটকদের জন্য রাতেও খুলে গেল তাজমহল

The Taj Mahal was also open to tourists at night from Saturday

শনিবার থেকে পর্যটকদের জন্য রাতেও খুলে গেল তাজমহল। রাত ৮.৩০- ১০ টা পর্যন্ত তাজমহল খোলা থাকবে। 

3/7

 রাতের বেলাও  এই আশ্চর্য স্মৃতি সৌধ দর্শন করতে পারবেন পর্যটকরা।

4/7

পর্যটকদের সুরক্ষার কথা ভেবেই গত বছর মার্চেই বন্ধ হয় তাজমহলের দরজা

The gates of the Taj Mahal were closed in March last year for the safety of tourists

পর্যটকদের সুরক্ষার কথা ভেবেই গত বছর মার্চেই বন্ধ হয় তাজমহলের দরজা। আনলক পর্বেও জারি কড়া বাধানিষেধ।   

5/7

পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে তাজমহল

The Taj Mahal has been opened for tourists

তবে সংক্রমণ  নিয়ন্ত্রণে আসার পরেই, নতুন করে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে তাজমহল। 

6/7

চাঁদের আলোয় তাজমহলের সৌন্দর্য দেখার অভিজ্ঞতাই আলাদা

The experience of seeing the beauty of the Taj Mahal in the moonlight is different

শনিবার রাতে তাজমহলে প্রবেশের অনুমতি মেলে। ইতিমধ্যেই  ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। চাঁদের আলোয় তাজমহলের সৌন্দর্য দেখার অভিজ্ঞতাই আলাদা। 

7/7

প্রত্যেক ব্যাচে ৫০ জন করে যাওয়ার অনুমতি রয়েছে

Each batch is allowed to carry 50 people

সমস্ত কোভিড (COVID-19) প্রোটোকল মেনেই পর্যটকদের জন্য রাতের বেলায় তাজমহলের দুয়ার খুলে দেওয়া হয়েছে। প্রবেশ পথে পর্যটকদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে, হাত স্যানিটাইজ করা হচ্ছে। মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলির দিকেও নজর রাখা হচ্ছে। রাত ৮.৩০- ১০ টা পর্যন্ত তাজমহল দেখার সুযোগ মিলবে। প্রত্যেক ব্যাচে ৫০ জন করে যাওয়ার অনুমতি রয়েছে। সপ্তাহে তিনদিনই রাতে খুলবে তাজমহল।  চাঁদের আলোয় তাজমহল দর্শন মিস করবেন না।