থাকবে দুটি ক্যামেরা, করা যাবে ভিডিয়ো; Facebook Smartwatch-এর সুবিধাগুলো জেনে নিন

কবে থেকে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ? দাম কত?

Jun 12, 2021, 19:28 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন:  Apple, Samsung, boat, Fastrack, MI, Lenovo গোটা বিশ্বে এমন কতই না smartwatch কোম্পানি রয়েছে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি সংস্থার নাম। খুব শীঘ্রই নতুন smartwatch নিয়ে আসতে চলেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট Facebook।

2/6

জানা গিয়েছে, Facebook-এর স্মার্টওয়াটিতে থাকবে দুটি ক্যামেরা, হেলথ ও ফিটনেস ট্র্যাকার।

3/6

স্মার্টফোনের অনেক সুবিধাই নাকি মিলবে এই স্মার্টওয়াচে। দুটি ক্যামেরার মধ্যে, একটি ১০৮০পি অটোফোকাসের ক্যামেরা রয়েছে। যার সাহায্যে ছবি ও ভিডিয়ো রেকর্ড করা যাবে।

4/6

এছাড়া সেলুলার কানেক্টিভিটি ব্যবহার করে ওই স্মার্টওয়াচ থেকেই নাকি Instagram-এর মতো সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করা যাবে।

5/6

জানা গিয়েছে, আগামী বছরের শুরুর দিকে বা মাঝামাঝিতে স্মার্টওয়াচটি বাজারে আনতে পারে Facebook। প্রথমে আমেরিকায় এবং পরে অন্যান্য দেশে বাজারজাত করা হবে।

6/6

এবার জানা যাক স্মার্টওয়াচটির দাম কত? শোনা যাচ্ছে, বিদেশি বাজারে স্মার্টওয়াচটির দাম হতে পারে প্রায় ৪০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্যে প্রায় ২৯ হাজার টাকা।