FACT CHECK | Killer Drones Of Bangladesh: সত্যি বাংলায় হামলা? আক্রমণের পাশাপাশি নজরদারি চালাতেও সক্ষম তুরস্কের ভয়ংকর এই ড্রোন
FACT CHECK | Bangladesh Deploys Killer Drones Near Bengal Border: কিছুদিন আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি হয়েছে। বাংলাদেশে শান্তি কি এসেছে? না, বরং উল্টোটাই ঘটেছে। বদলের বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়েছে। এবারে এক নতুন অভিযোগ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি হয়েছে। কিন্তু বাংলাদেশে শান্তি কি এসেছে? না, বরং উল্টোটাই ঘটেছে। অশান্তির আঁচই দিন-দিন বেড়েছে। এই পরিস্থিতিতে আর একটা কথাও উঠছে-- বদলের বাংলাদেশে কি উগ্রপন্থী-কার্যকলাপ বাড়ছে? কিন্তু অন্য একটি বিষয়ও ঘটেছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের উত্তাপ ক্রমশ পড়ছে দুদেশের সীমান্তেও! কেন?
1/6
তুরস্কের ড্রোন
2/6
জঙ্গি কার্যকলাপ
photos
TRENDING NOW
3/6
হাসিনা-আমলে
4/6
রাজনৈতিক অস্থিরতা
5/6
হাসিনার বিরুদ্ধে অভিযোগ
6/6
কী রয়েছে এই ড্রোনে?
কিন্তু কী রয়েছে এই ড্রোনে, যা নিয়ে এত আলোচনা-চর্চা-আতঙ্ক? তুরস্কের তৈরি এই Bayraktar TB2 drone অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্ভিল্যান্স বা নজরদারি এবং হামলা-- দুটি চালাতেই সক্ষম এই ড্রোন। ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশের তরফে জানা গিয়েছে, এরকম ১২টি ড্রোন আনা হচ্ছে, এর মধ্যে ৬টি ড্রোনকে ইতিমধ্য়েই কাজে লাগানো হয়েছে। এই পরিস্থিতিতে সতর্ক-মোডেই রয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
photos