করোনায় মৃত্যুতে এবার থেকে শেষ দেখা দেখতে পাবে পরিজনরা, বড় সিদ্ধান্ত রাজ্যের

Jun 05, 2020, 18:40 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : করোনায় মৃত্যুর ক্ষেত্রে বড় সিদ্ধান্ত রাজ্যের। এখন থেকে কারোনায় কারও মৃত্যু হলে পরিবারের লোক তাঁকে শেষ দেখা দেখতে পাবেন।   

2/5

রাজ্য সরকার জানিয়েছে, দাহ করার আগে দূর থেকে পরিবারের লোকদের শেষ দেখা দেখতে দেওয়া হবে। সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে একই নিয়ম প্রযোজ্য হবে।   

3/5

দেহের উপর অংশ, মাথা থেকে বুক অবধি ট্রান্সপারেন্ট শিল্ড দিয়ে ঢাকা থাকবে। যাতে বাড়ির মানুষ ওই ব্যক্তিতে দেখতে পায়।  

4/5

উল্লেখ্য এতদিন করোনায় মৃত্যুর ক্ষেত্রে বাড়ির লোকের দেখার অনুমতি ছিল না। নির্দিষ্ট বিধি মেনে প্রশাসনের তরফেই মৃতদেহের সৎকারের ব্যবস্থা করা হত।  

5/5

একইসঙ্গে এদিন রাজ্য সরকার জানিয়েছে, সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে কোভিডে মৃত্যুর হার বেশি। রাজ্য সরকারের অডিট টিম তাই বেসরকারি হাসপাতালে পরিকাঠামো পরিদর্শনে যাবে।