৬৫-তে বিয়ে! সাহস দেখালেন কুলভূষণ মামলায় এক টাকা পারিশ্রমিক নেওয়া সেই আইনজীবী

Oct 30, 2020, 12:17 PM IST
1/5

৬৫ বছর বয়সে বিয়ে। ভারতের বিখ্যাত আইনজীবী হ্যারিস সালভে বয়সটাকে স্রেফ একটা সংখ্যা হিসাবে প্রমাণ করে ছাড়লেন। ব্রিটিশ বান্ধবী ক্যারোলিন ব্রাসোর্ডের সঙ্গে বিয়ে করলেন তিনি।

2/5

হ্যারিস ও ক্যারোলিন, দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। এই বিয়ের অনুষ্ঠানে মাত্র ১৫ জন অতিথি উপস্থিত ছিলেন। লন্ডনে দ্বিতীয়বার সাত পাকে বাধা পড়লেন তাঁরা।   

3/5

চলতি বছরেই প্রথম পক্ষের স্ত্রী মীনাক্ষী সালভের সঙ্গে ৩৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন হ্যারিস। তাঁদের দুটি মেয়ে রয়েছে। এদিকে, ক্যারোলিনেরও প্রথম পক্ষের একটি মেয়ে রয়েছে।

4/5

পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ যাদবের মামলা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস-এ লড়েছিলেন। তার জন্য হ্যারিস মাত্র এক টাকা পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন।  

5/5

ব্রিটেনের মহারানীর আইনজীবী হিসাবেও ব্রিটেন ও ওয়েলসের একাধিক আদালতে মামলা লড়েন হ্যারিস। বহুদিন ধরেই ব্রিটিশ বান্ধবীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল।