করোনা উদ্বেগের মাঝেই ২০২২ কাতার বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল FIFA

Jul 15, 2020, 21:43 PM IST
1/5

 করোনা আবহের মধ্যেই কাতার বিশ্বকাপের দামামা বেজে গেল। রাশিয়া বিশ্বকাপের ফাইনালের দু বছর পূর্তির দিনই ২০২২ বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

2/5

এই প্রথম বিশ্বকাপ হবে শীতকালে। সেই মতোই ২১ নভেম্বর শুভ সূচনা হচ্ছে কাতার বিশ্বকাপের। বিশ্বকাপের প্রথম ম্যাচে আল বায়েত স্টেডিয়ামে মাঠে নামবে আয়োজক দেশ কাতার। ৬০ হাজার দর্শকের সামনে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে এশিয়ান চ্যাম্পিয়নরা।  

3/5

গ্রুপ লিগে প্রতিদিন চারটে করে ম্যাচ হবে।  স্থানীয় সময়ে দুপুর একটা, বিকেল চারটে, সন্ধ্যে সাতটা আর রাত দশটায় শুরু হবে গ্রুপ লিগের ম্যাচ গুলো। অর্থাৎ ভারতীয় সময় খেলা শুরু হবে দুপুর ৩:৩০ , সন্ধে ৬:৩০ , রাত ৯:৩০ আর রাত ১২:৩০। ১২ দিনের মধ্যে শেষ হবে গ্রুপ লিগের ম্যাচ। নকআউট পর্যায়ে ম্যাচ শুরু হবে স্থানীয় সময়ে সন্ধ্যে ছটা আর রাত দশটায়।

4/5

১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের মেগা ফাইনাল। ৮০ হাজার আসন বিশিষ্ট লুসাইল স্টেডিয়ামে হবে গ্র্যান্ড ফিনালে। ভারতীয় সময় রাত সাড়ে আটটায় শুরু হবে বিশ্বকাপের ফাইনাল।

5/5

চলতি বছরের শেষের দিকেই কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করার পরিকল্পনা আছে ফিফার।