৭৪ বছরে প্রথম! কল্পতরুতে সাধারণের জন্য় বন্ধ কাশীপুর উদ্যানবাটী, সম্প্রচার অনলাইনেই
Jan 01, 2021, 15:08 PM IST
1/6
অয়ন ঘোষাল: নিউ নর্মালে সবই অন্যরকম। কাশীপুর উদ্যানবাটিতে বছরের প্রথম দিন পালিত হচ্ছে কল্পতরু উত্সব। তবে ৭৪ বছরে এই প্রথমবার সাধারণের জন্য বন্ধ কাশীপুর উদ্যানবাটি।
2/6
করোনা পরিস্থিতির কারণে সমস্ত ভক্ত, দর্শনার্থীদের জন্য কাশীপুর উদ্যানবাটি বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ। আজ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে উদ্যানবাটি। করোনা আবহে শারীরিক দূরত্ব বজায় রেখে ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত।
photos
TRENDING NOW
3/6
তবে এ দিন মূল ফটক বন্ধ রাখা হলেও, ভিতরে সমস্ত পুজো, হোম-যজ্ঞ সবই হচ্ছে নিয়ম মেনে। ভক্তদের কথা মাথায় রেখে, কল্পতরু উত্সব সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কাশীপুর মঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সব আচার-অনুষ্ঠান দেখানো হচ্ছে এবার।
4/6
জানানো হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না এবছর। ১৯৮৬-র ১ জানুয়ারি শুরু হয়েছিল কল্পতরু উত্সব।
5/6
বিশেষ এই দিনেই শ্রী রামকৃষ্ণের অনুগামীরা পেয়েছিলেন তাঁর আধ্যাত্মিক স্পর্শ। কাশীপুর উদ্যানবাটি সহ বিভিন্ন জায়গায় প্রতিবছর মহাসমারোহে পালিত হয় এই উত্সব।
6/6
তবে করোনা-পরিস্থিতিতে এবার ভিড় নিয়ে রয়েছে বাড়তি সতর্কতা।