Huge Fish In Digha: দিঘা মোহনায় নিলামে উঠল বিশাল তেলিয়া ভোলা, বিক্রি হল ১৩ লাখে

Jun 27, 2022, 15:47 PM IST
1/5

সোমবার দীঘা মোহনায় বিশাল জটলা। আকর্ষণের কেন্দ্রে বিশাল এক তোলিয়া ভোলা। সেটিকে একটি আড়তে এনে চলছে দরদাম। -তথ্য ও ছবি-কিরণ মান্না

2/5

টানা ৩ দিন বহু দরদামের পর বিশালাকার ওই তেলিয়া ভোলার দাম উঠল ১৩ লাখ টাকা।  প্রতি কেজি মাছের দাম ২৬ হাজার টাকা। মাছটি কিনে নেয় এসএফটি সংস্থা। -তথ্য ও ছবি-কিরণ মান্না

3/5

মাছটি সংকর প্রজাতির তেলিয়া ভোলা বলে দাবি স্থানীয় মংত্জীবীদের। তাঁদের দাবি, স্ত্রী, পুরুষ বাদে উভয় লিঙ্গেরও তেলিয়া ভোলা পাওয়া যায়। তবে সংকর প্রজাতির খচ্চর তেলিয়া ভোলার দামই সবচেয়ে বেশি। কারণ এর পেটে পটকা থাকে সবচেয়ে বেশি। ওই পটকা থেকে তৈরি হয় ওষুধ। তাই প্রচুর দামে তা কিনে নেয় ওষুধ কোম্পানিগুলি। -তথ্য ও ছবি-কিরণ মান্না

4/5

এদিনের তেলিয়া ভোলাটি ছিল স্ত্রী প্রজাতির।  মাছটি দিঘা মোহনায় নিলামের জন্য এনেছিলেন শিবাজী কবির নামে এক ব্যক্তি। মাছটির ওজন ছিল ৫৫ কেজি। ৫ কেজি ডিম বাদ দিয়ে সেটির ওজন দাঁড়ায় ৫০ কেজি। -তথ্য ও ছবি-কিরণ মান্না

5/5

আড়তের মালিক কার্তিক বেরা জানান, মাছটি ছিল স্ত্রী প্রজাতির। পেটে ডিম থাকায় পটকার পরিমাণ কম ছিল। ৬ দিন আগেই এরকম একটি তেলিয়া ভোলা বিক্রি হয় ৯ লাখ টাকায়। অন্যদিকে দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন কর্তা নবকুমার পয়ড়্যা বলেন, এই রকম মাছ বছরে ২-৪টি ওঠে। যার জালে জড়ায় তার কপাল খুলে যায়। -তথ্য ও ছবি-কিরণ মান্না