ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সঙ্গে বিতর্কের সম্পর্ক বহুদিনের। তবে এবার এম এস ধোনিকে নিয়ে জেএসসিএ কর্তৃপক্ষের বিতর্কের সূত্রপাত বলে হইচই হচ্ছে।
2/5
৩০ ্অগাস্ট জেএসসিএ বার্ষিক সাধারণ সভা আয়োজন করেছিল। সেখানে সারা বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধর হয়েছে। আর তখনই জেএসসি কর্তৃপক্ষ দাবি করেছে, এম এস ধোনির থেকে তারা ১৮০০ টাকা পান।
photos
TRENDING NOW
3/5
বছরে ৮০০ কোটি টাকা উপার্জন করেন ধোনি। তাঁর নামে কি না ১৮০০ টাকা বাকি। জেএসসিএ কর্তৃপক্ষের এমন দাবির পর হইচই পড়ে গিয়েছে।
4/5
সদস্য পদ রক্ষার জন্য ধোনি ১০ হাজার টাকা জমা করেছিলেন। কিন্তু জিএসটি চার্জ বাবদ এখনও ধোনির ১৮০০ টাকা বকেয়া বলে দেখিয়েছে জেএসসিএ।
5/5
ধোনি ঝাড়খণ্ড থেকে উঠে এসে বিশ্বজয় করেছেন। তাঁর নামে বকেয়া কটা টাকা বাকি বলে প্রচার করার কী দরকার ছিল জেএসসিএ-র! প্রশ্ন তুলেছেন ঝড়খণ্ডের প্রাক্তন ক্রিকেটাররা। আর তারাই সেই বকেয়া টাকা শোধ করবেন বলে জানিয়েছেন।