নিজে হাতে সব জোগাড় করে, রেহমতকে ছাড়া সরস্বতী পুজো ভাবতেই পারে না বন্ধুরা
Jan 29, 2020, 16:40 PM IST
1/5
কমলিকা সেনগুপ্ত : প্রতি বছর এই সময় আসলে রেহমতের ব্যস্ততা হয় চোখে পড়ার মতো। রাত জেগে আলপনা দেওয়া থেকে, পুজোর যোগান করা, সবেতেই রেহমতকে ছাড়া চোখে অন্ধকার দেখে বন্ধুরা।
2/5
বঙ্গবাসী কলেজে স্বরস্বতী পুজোর অন্যতম কান্ডারি রেহমত পারভিন। ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্রী সে।
photos
TRENDING NOW
3/5
আজও সকাল ৮টার মধ্যে পুজোর যোগান করতে কলেজে চলে আসে রেহমত। মেতে ওঠে বন্ধুদের নিয়ে পুজোর কাজে।
4/5
রেহমতের বন্ধুদের কথায়,"ও ছাড়া পুজো জাস্ট ভাবা যায় না।" কাজে ব্যস্ত রেহমত ঠাকুরকে মালা পরাতে পরাতে বলে, সরস্বতীর কাছে সে সিএএ যাতে না হয়, সেই প্রার্থনা করবে সে।
5/5
রেহমত বলে তাঁর একটাই প্রার্থনা, "আমরা সবাই একসঙ্গে আছি, তাই যেন থাকি।"