বিশ্বের সর্বাধিক মুসলিম জনবহুল দেশের নোটেও গণেশের ছবি, কেন জানেন?

Aug 22, 2020, 19:07 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বিশ্বের সর্বাধিক মুসলিমপ্রধান রাষ্ট্র। সেই ইন্দোনেশিয়ার নোটে বিরাজমান গণপতিবাপ্পা। ইন্দোনেশিয়ার ২০ হাজার টাকার নোটে রয়েছেন গণেশ।   

2/5

ইন্দোনেশিয়ায় মুসলিম নাগরিক ৮৭.২%। ১.৭% হিন্দু থাকেন সে দেশে। অতীত কারণে সে দেশে হিন্দুপ্রভাব অনেকটাই বেশি। ইন্দোনেশিয়ার ২০ হাজার টাকার নোটে মাঝখানে রয়েছেন সে দেশের সমাজকর্মী কি হাজার দেওয়ানতারা। তার ঠিক ডান পাশে রয়েছেন বিঘ্নহর্তা।

3/5

কিন্তু কেন নোটে গণেশ? একটি সংবাদ মাধ্যমের দাবি, বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। অর্থমন্ত্রী জানান, ১৯৯৭ সালে দেশের মুদ্রার বিনিময় হার নিম্নগামী হচ্ছিল। সব চেষ্টাই ব্যর্থ হয়। তখন গণেশের ছবি দেওয়া নোট প্রকাশ করে ইন্দোনেশিয়ার। তারপরই মুদ্রার  অধোগতি বন্ধ হয়। সেই থেকে নোটে রয়েছেন গণেশ। 

4/5

শুধু তাই নয়, সে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বানদুং ইনস্টিটিউট অব টেকনোলজির লোগোতেও রয়েছেন মঙ্গলমূর্তি।

5/5

ইন্দোনেশিয়ার সংস্কৃতির অংশ রামায়ন ও মহাভারত। রামায়ণ নাটক সে দেশে জনপ্রিয়। জাকার্ত স্কোয়ারে রয়েছে মহাভারতে রথে সওয়ার অর্জুন-শ্রীকৃষ্ণের মূর্তি। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর ম্যাসকট হনুমান। এমনকি সেখানকার এয়ারলাইন্সের নাম গরুড়। সকলেই জানেন, বিষ্ণুর বাহন গরুড়।