Gold Price Today: পুজোর আগেই সোনার দামে চমক! আজ কত কমে কিনতে পারবেন?

Gold Price Hike: সোনার যা দাম বেড়েছে তাতে এখনই ছোট ব্যবসায়ীদের বিক্রি কমে এসেছে। ধনতেরাসে সোনা কেনার হিড়িক কতটা হবে তা নিয়েও সন্দিহান ব্যবসায়ীরা। 

Sep 27, 2024, 16:55 PM IST
1/6

সোনার দাম

Gold Price

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রমেই মধ্যবিত্তের নাগালের বাইরে যাচ্ছে হলুদ ধাতু। তবে শুক্রবার কিছুটা হলেও দাম কমল সোনার। বাংলায় কি সস্তা হয়েছে সোনার দাম? 

2/6

সোনার দাম

Gold Price

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭১ হাজার টাকা। গতকাল ছিল ৭০ হাজার ৬০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ৪৫০ টাকা। গতকাল ছিল ৭৭ হাজার ২০ টাকা।

3/6

সোনার দাম

Gold Price

এই দরের উপর ৩ শতাংশ জিএসটি যোগ হবে। এর পাশাপাশি অনেক গয়না প্রস্তুতকারক সংস্থা এর সঙ্গে কিছু অতিরিক্ত চার্জ নিয়ে থাকে। সব মিলিয়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৭৮ হাজার টাকা তো পেরিয়েই যাবে। 

4/6

সোনার দাম

Gold Price

অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। 

5/6

সোনার দাম

Gold Price

ব্যবসায়ীদের মতে, ক্রমাগত গয়না কেনাকাটা এবং আন্তর্জাতিক বাজারে শক্তিশালী প্রবণতার কারণে সোনার দাম বেড়েছে। 

6/6

সোনার দাম

Gold Price

শুল্ক, করের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে।