মধ্য এশিয়ায় যুদ্ধের দামামায় এক ধাক্কায় আকাশ ছুঁয়ে ফেলল সোনার দাম

Jan 04, 2020, 23:05 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বাগদাদের অদূরে মার্কিন বিমান হানায় মৃত্যু হয়েছে কাডস প্রধান কাসেম সুলেমানির। যার জেরে মধ্য এশিয়ার আকাশে যুদ্ধের মেঘ। এক ধাক্কায়  চড়ল সোনার দাম।

2/5

কলকাতায় প্রতি দশ গ্রাম সোনার দাম আজ, শনিবার প্রায় ৪০ হাজার ৫০০ টাকা।

3/5

শুক্রবার ভোররাতে বাগদাদ বিমান বন্দর থেকে বেরোতেই মার্কিন ড্রোন আক্রমণে মৃত্যু হয় কাসেম সুলেমানির। তাঁর নির্দেশেই এই আক্রমণ বলে দাবি  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বদলা নেওয়ার পাল্টা হুমকি দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শান্তি বজায় রাখার আবেদন জানায় ভারত।

4/5

চাপানউতোরে সরাসরি প্রভাব পড়ে বিশ্ববাজারে। শনিবার প্রায় সাড়ে ৮০০ টাকা বাড়ল সোনার দাম। আজ কলকাতায় প্রতি দশ গ্রাম ২৪ ক্যারেট সোনার প্রায় দাম ৪০ হাজার ৫০০ টাকা। এই দামের সঙ্গে জিএসটি যোগ করে টাকার অঙ্ক ৪১ হাজার ছাড়িয়ে যাবে। স্বাভাবিকভাবেই সিঁদুরে মেঘ দেখছেন ব্যবসায়ীরা।

5/5

৯ মাসে প্রায় ১০০০০ টাকা বাড়ল সোনার দাম। ২০১৯-এর এপ্রিল মাসে সোনার দাম ছিল ৩১৫৬০ টাকা। ফেব্রুয়ারির মধ্যেই দাম পৌছতে পারে ৪২০০০ টাকায়।