আত্মনির্ভর ভারত, Google-Apple-কে টেক্কা দিতে আসছে ‘Mobile Seva App Store’

Mar 19, 2021, 18:19 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: তথ্য প্রযুক্তি মন্ত্রক রবি শঙ্কর প্রসাদ রাজ্যসভায় জানান ভারত নিজস্ব অ্যাপ স্টোর লঞ্চ করতে চলেছে। যার নাম ‘Mobile Seva App Store।

2/6

এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত গড়তে এটি অন্যতম পদক্ষেপ। এই অ্যাপ স্টোরের ব্যবহার বাড়াতে হবে দেশ জুড়ে। 

3/6

‘Mobile Seva App Store চালু হলে মার্কিন যুক্তরাষ্ট্রের Google এবং Apple ভরসা করতে হবে না, বলে মনে করছে মন্ত্রক। 

4/6

Mobile Seva App Store শুধুমাত্র ভারতীয়দের উদ্দেশ্য করেই তৈরি করা হয়েছে। 

5/6

মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাজ্যসভায় বলেছেন, যে গুগল এবং অ্যাপলের মতো প্রযুক্তিবিদরা উপভোগের আধিপত্য প্রতিরোধের বিকল্প হিসাবে এটি নিয়ে এসেছে।

6/6

এখনও পর্যন্ত Mobile Seva Appstore থেকে পাওয়া যাবে ৯৬৫ টি অ্যাপ। পরবর্তীকালে আরও সংযুক্ত হবে।কেন্দ্রের সরকারি ওয়েবসাইট থেকে Mobile Seva Appstore ডাউনলোড করা যাবে।