‘নোটবাতিল ও জিএসটি দেশের আর্থিক বৃদ্ধি আটকে দিয়েছে’

Nov 10, 2018, 17:34 PM IST
1/5

S 5

S 5

নোট বাতিলের দ্বিতীয় বর্যপূর্তিতে এবার মোদী সরকারের দুটি সিদ্ধান্তের সমালোচনায় সরব হলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। জেনে নিন কী বললেন রাজন।

2/5

S 4

S 4

শুক্রবার বার্কলে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে রাজন বলেন, জিএসটি ও নোটবন্দির মতো বিষয় গতবছর ভারতের আর্থিক গতি আটকে দিয়েছে।

3/5

S 3

S 3

রাজন বলেন, মাত্র ৭ শতাংশ আর্থিক বৃদ্ধি দেশের জন্য যথেষ্ট নয়।

4/5

S 2

S 2

গোটা বিশ্বের অধিকাংশ দেশগুলির অর্থনীতির যখন বেড়ে চলেছে তখন সরকারের ওই দুই সিদ্ধান্ত ভারতের আর্থিক গতি আটকে যায়।

5/5

s 1

s 1

দেশের আর্থিক বৃদ্ধি যদি ৭ শতাংশের কম হয় তাহলে বুঝতে হবে আমরা কিছু ভুল করছি।