EXPLAINED | IND vs SA: এ বলে আমায় দেখ, ও বলে আমায়, সিংহাসনের ঐতিহাসিক লড়াই, আজ সতীর্থরাই প্রতিদ্বন্দ্বী!
Hardik Pandya And Arshdeep Singh In Competition For Historic India Record: সিংহাসনের ঐতিহাসিক লড়াইয়ে এবার দুই সতীর্থ! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস লেখার অপেক্ষায় দুই মহাতারকা
1/6
ভারত সফরে দক্ষিণ আফ্রিকা
2/6
হার্দিক পান্ডিয়া ও অর্শদীপ সিং
ভুবনজয়ী স্টার অলরাউন্ডার হার্দিক দেশের জার্সিতে ১০৫টি টি-২০ ম্য়াচ খেলে পেয়েছেন ৮৭ উইকেট। ওদিকে তরুণ পেসার অর্শদীপ ৫৬টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেই হার্দিকের সমান উইকেট নিয়েছেন। হার্দিক এবং অর্শদীপ, দু'জনেরই এই সিরিজে পাখির চোখ প্রথম ভারতীয় হিসেবে ১০০ টি-২০ আই উইকেট পাওয়া। দুয়েরই প্রয়োজন আর ১৩টি উকেট। এই মুহূর্তে যুজবেন্দ্র চাহাল দেশের সর্বাধিক টি-২০ আই উইকেটশিকারি। তিনি ৮০ ম্য়াচে ৯৬ উইকেট তুলে নিয়েছেন।
photos
TRENDING NOW
3/6
জসপ্রীত বুমরা যদিও নেই এই লড়াইয়ে!
মজার বিষয় হচ্ছে যে, হার্দিক-অর্শদীপের সঙ্গে লড়াইয়ে কিন্তু জসপ্রীত বুমরার নামও জুড়ে যেতে পারত, যদি তিনি এই সিরিজে থাকতেন। দেশের সব ফরম্য়াটে মহাতারকা পেসার যদিও এখন বর্ডার-গাভাসকর ট্রফির জন্য় নিজেকে তৈরি করছেন। বুম...বুম...বুমরা ৭০টি টি-২০ আই ম্য়াচে ৮৯ উইকেট তুলে নিয়েছেন। তিনি যদি এই সিরিজে থাকতেন, তাহলে সিংহাসনের ঐতিহাসিক লড়াই হত হার্দিক-অর্শদীপ ও তাঁর মধ্য়ে।
4/6
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সূচি
5/6
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড
6/6
দক্ষিণ আফ্রিকার টি-২০ স্কোয়াড
আইদেন মারক্রম (অধিনায়ক), ওটনিল বার্টম্য়ান, জেরাল্ড কোয়েটজি, ডোনোভ্য়ান ফেরেরা, রেজা হেনরিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি, মঙ্গওয়ানা, নাবা পিটার, রায়ান রিকেলটন, অ্যান্ডিল সিমলেন, লুথো সিপামলা (তৃতীয় ও চতুর্থ টি-২০ ম্য়াচে) ও ট্রিস্টান স্টাবস
photos