ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে এল হার্লে ডেভিডসন

| Nov 10, 2018, 17:53 PM IST
1/6

ইলেকট্রিক বাইক

1

ইলেকট্রিক মোটর সাইকেল নিয়ে এল হার্লে ডেভিডসন। ২০১৯ থেকে বিক্রি শুরু হবে হার্লে ডেভিডসন লাইভ ওয়্যার মডেলের। এই বাইকে রয়েছে ম্যাগনেটিক ইলেকট্রিক মোটর। এছাড়া থাকবে লিথিয়াম আয়ন ব্যাটারি। 

2/6

ইলেকট্রিক বাইক

2

দুটি ব্যাপার অবশ্য জানায়নি সংস্থাটি। এক, একবার চার্জ দিলে বাইক নিয়ে কতদূর যাওয়া যাবে! দুই, কত দাম হবে এই মডেলের!

3/6

ইলেকট্রিক বাইক

3

শুরুতেই ভারতে বিক্রি হবে না লাইভ ওয়্যার-এর। যে সব দেশে ইলেকট্রিক বাইক বিক্রির ভাল পরিকাঠামো রয়েছে, সেখানেই শুরু হবে বিক্রি। তবে এটি কিছুদিন পর থেকে ভারতে পাওয়া যাবে বলে খবর।

4/6

ইলেকট্রিক বাইক

4

ইলেকট্রিক চালিত হওয়ায় এই বাইকে কোনও গিয়ার থাকবে না। শুধু থ্রটল-এর সাহায্যেই চলবে বাইক। থাকবে কালার টিএফটি ডিসপ্লে। তাতে ব্লু-টুথ কানেক্টিভিটি, নেভিগেশন, মিউজিকসহ একাধিক নোটিফিকেশন থাকবে। 

5/6

ইলেকট্রিক বাইক

5

থাকবে লেভেল ওয়ান কুক চার্জ সাপোর্ট। এই প্রযুক্তি বাইকের চার্জিংয়ের সময় নিয়ন্ত্রণ করবে। 

6/6

ইলেকট্রিক বাইক

6

গত বেশ কয়েক মাস ধরে ইলেকট্রিক বাইক বাজারে আনার ব্যাপারে তোরজোর শুরু করেছিল মার্কিন সংস্থা হার্লে ডেভিডসন।