হরিয়ানায় কংগ্রেস-বিজেপির লড়াইয়ে ক্ষীর খেয়ে যেতে পারে ১০ মাসের দল JJP

Oct 24, 2019, 10:56 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: নতুন দল খুলেছিলেন গতবছর ডিসেম্বরে। বছর ঘুরতে না ঘুরতে হরিয়ানায় চমক দিলেন দুষ্মন্ত চৌটালা। কিংমেকার হয়ে উঠতে চলেছেন তিনি। 

2/5

২০১৮ সালের ডিসেম্বরে পারিবারিক বিবাদের জেরে ইন্ডিয়ান লোক দল থেকে বহিষ্কৃত হন দুষ্মন্ত সিং চৌটালা। গতবছর অক্টোবরে অভয় চৌটালাকে গোহানার সভায় হেনস্থার অভিযোগ উঠেছিল দুষ্মন্তের বিরুদ্ধে। 

3/5

২০১৮ সালে জননায়ক জনতা পার্টি নামে দল গঠন করেন দুষ্মন্ত চৌটালা। হরিয়ানায় জননায়ক হিসেবে পরিচিত ছিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী চৌধুরী দেবী লাল। 

4/5

নতুন দল খুলে ৯ মাসেই চমকে দিয়েছেন দুষ্মন্ত চৌটালা। প্রাথমিক আসন প্রবণতায় ১৫টি আসনে এগিয়ে রয়েছেন জেজেপি। 

5/5

হরিয়ানায় অপ্রত্যাশিতভাবে বিজেপিকে বেকায়দায় ফেলে দিয়েছে কংগ্রেস। ভোটগণনা শুরু হতেই সেয়ানে সেয়ানে চলছে লড়াই। ফলাফল ত্রিশঙ্কু হওয়ার আশঙ্কা প্রবল। সেক্ষেত্রে কিংমেকার হতে চলেছেন ১০ মাসের জেজেপি। আর কিং হওয়ার সম্ভাবনা দুষ্মন্ত চৌটালার।