Hell Planet: উফ! ২০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটানা ভয়ংকর ঝড়, গলিত লোহার বৃষ্টি সারাদিন...
Hell Planet | WASP-76b: মহাকাশের দিকে সদাই চোখ রেখে বসে আছে মানুষ। চলছে তন্নিষ্ঠ পর্যবেক্ষণ। এবার দেখা গেল নরক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকাশের দিকে সদাই চোখ রেখে বসে আছে মানুষ। চলছে তন্নিষ্ঠ পর্যবেক্ষণ। আর তারই পথ ধরে নতুন নতুন মহাকাশের খবরও বেরিয়ে আসছে। সেই সূত্রেই খোঁজ মিলল নরকের মতো এক গ্রহের। 'হেল-লাইক প্ল্যানেট'। নাম 'ডাব্লিউএএসপি-৭৬বি'।
1/6
২০০০ ডিগ্রি
2/6
নরকোপম গ্রহ
photos
TRENDING NOW
3/6
গলিত লৌহকণা
4/6
নক্ষত্রের সঙ্গে বাঁধা
6/6
মহাজাগতিক
photos