Hell Planet: উফ! ২০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটানা ভয়ংকর ঝড়, গলিত লোহার বৃষ্টি সারাদিন...

Hell Planet | WASP-76b: মহাকাশের দিকে সদাই চোখ রেখে বসে আছে মানুষ। চলছে তন্নিষ্ঠ পর্যবেক্ষণ। এবার দেখা গেল নরক।

| Sep 11, 2024, 17:53 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকাশের দিকে সদাই চোখ রেখে বসে আছে মানুষ। চলছে তন্নিষ্ঠ পর্যবেক্ষণ। আর তারই পথ ধরে নতুন নতুন মহাকাশের খবরও বেরিয়ে আসছে। সেই সূত্রেই খোঁজ মিলল নরকের মতো এক গ্রহের। 'হেল-লাইক প্ল্যানেট'। নাম 'ডাব্লিউএএসপি-৭৬বি'।

1/6

২০০০ ডিগ্রি

নরকের মতো ওই গ্রহটির তাপমাত্রা কত? ভয়ংকর! ২০০০ ডিগ্রি সেলসিয়াস! বাতাসে গলিত লোহার কণা।

2/6

নরকোপম গ্রহ

জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নরকোপম এই গ্রহটিকে আবিষ্কার করেছেন। এমন একটি গ্রহ তাঁদের কাছেও ছিল কল্পনার অতীত।

3/6

গলিত লৌহকণা

এই গ্রহে হাওয়া অত্যন্ত জোরে বয়। অতি ক্ষুদ্র ক্ষুদ্র লৌহ কণা সারাক্ষণ উড়ে বেড়ায় হাওয়ায়। দিনের বেলা তাপমাত্রা ২০০০ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এই লৌহকণাগুলি অবধারিত ভাবে গলে যায় এবং গ্রহপৃষ্ঠে ঝরে পড়ে।

4/6

নক্ষত্রের সঙ্গে বাঁধা

গ্রহটি অবশ্য বিচ্ছিন্ন কিছু নয়। যেমন আমাদের পৃথিবীতে চাঁদ, তেমনই এই গ্রহ তার নক্ষত্রের সঙ্গে তীব্র টানে বাঁধা। 

5/6

উড়ছে লোহা

এই গ্রহের আবহাওয়ায় বিপুল পরিমাণ লোহাকণা রয়েছে। তা সারাক্ষণ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।

6/6

মহাজাগতিক

এই গ্রহের যেসব বৈশিষ্ট্য জানা যাচ্ছে, তা খুবই বিচিত্র। তা থেকে এই মহাজাগতিক খোঁজখবর আরও বেশি করে জানা যাচ্ছে।