১২ বছরের কেরিয়ার শেষলগ্নে, টি-২০ ক্রিকেটে একের পর এক মাইলস্টোন স্থাপন ধোনির

| Oct 28, 2018, 16:51 PM IST
1/6

টি ২০ ক্রিকেটে ধোনি

1

২০১৪-তে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার পর শুধুমাত্র সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করেছেন তিনি। একদিনের ক্রিকেটে তাঁর অস্তিত্ব নিয়ে টানাপোড়েন নেই। কিন্তু টি-২০ ক্রিকেটে ধোনির কেরিয়ার প্রায় শেষ বলেই ধরে নিচ্ছে দেশের ক্রিকেটমহল। এক যুগের অবসান। ভারতীয় ক্রিকেটে ধোনির টি-২০ কেরিয়ার এক যুগ লম্বা। আর এই ১২ বছরে একাধিক রেকর্ড গড়েছেন তিনি। 

2/6

টি ২০ ক্রিকেটে ধোনি

2

ভারতের হয়ে সব থেকে বেশি টি-২০ ম্যাচ খেলেছেন ধোনি। ভারতীয় দল এখনও পর্যন্ত ১০৩টি টি-২০ খেলেছে। যার মধ্যে ধোনি খেলেননি মাত্র ১০টি ম্যাচে। ৯৩টি ম্যাচ খেলে বিশ্ব টি-২০ ক্রিকেটে তিনি তিন নম্বরে। একে রয়েছেন শোয়েব মালিক। খেলেছেন ১০৪টি ম্যাচ। তার পর দুইয়ে কামরান আকমল। খেলেছেন ৯৯টি ম্যাচ।

3/6

টি ২০ ক্রিকেটে ধোনি

3

সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মতো প্রথম সারির তারকারা টি-২০ ফরম্যাটে আস্থা দেখাননি। তাই ২০০৭ টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল পাঠানোর ব্যাপারে তাঁদের খুব একটা সম্মতি ছিল না। বিসিসিআই কার্যত ঝুঁকি নিয়েই ধোনির নেতৃত্বাধীন কমবয়সী দল পাঠিয়েছিল। সে সময় ধোনির ঝুলিতে মাত্র দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা। তাই নিয়েই বিশ্বজয় করে ফিরেছিলেন তিনি।

4/6

টি ২০ ক্রিকেটে ধোনি

4

টি-২০ ক্রিকেটে উইকেটের পিছনে দাঁড়িয়ে সব থেকে বেশি আউট করার রেকর্ড ধোনির। ৮৭টি আউট করে তিনিই শীর্ষে। দুইয়ে কামরান আকমল (৬০)। এক ম্যাচে সব থেকে বেশি আউট করার ব্যাপারেও ধোনি আফগানিস্তানের মহম্মদ শাহজাদের সঙ্গে একাসনে। উইকেটের পিছনে দাঁড়িয়ে এক ইনিংসে পাঁচটি আউট করার রেকর্ড রয়েছে দুজনের। 

5/6

টি ২০ ক্রিকেটে ধোনি

5

উইকেটের পিছনে দাঁড়িয়ে সব থেকে বেশি ক্যাচ (৫৪) ধরার রেকর্ড রয়েছে ধোনির। টি-২০ ক্রিকেটের এক ইনিংসে সর্বাধিক ক্যাচ (৫) ধরার রেকর্ডও ধোনির পকেটে রয়েছে।

6/6

টি ২০ ক্রিকেটে ধোনি

6

টি-২০ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ধোনি। ১৪৮৭ রান করেছেন ধোনি। ২১৪০ রান করে তালিকার শীর্ষে রয়েছেন ব্রেন্ডন ম্যাকুলাম।