Purulia Nakkata Kali: ডাকাতি করতে এসে কী দুর্দশা! ২০০ বছর ধরে পুজো পাচ্ছেন নাক কাটা কালী...
Diwali | Kali Pujo 2024: এলাকার বাসিন্দারা ডাকাতদলের হাত থেকে নিজেদের ও ফসলকে রক্ষা করতে অশ্বত্থ গাছের নিচে শ্যামা মায়ের আরাধনা শুরু করেছিল। গ্রামে পা রেখেই সেই মায়ের মূর্তি ছিন্নভিন্ন করে দিল ডাকাত দল। এরপরেই...
1/7
নাক কাটা কালী
মনোরঞ্জন মিশ্র: চাষের ক্ষেত ভরে গেছে ধানে, সেই ধান লুঠ করতেই হামলা করে ডাকাত দল । রুখে দাঁড়ায় স্বয়ং কালী আর সেই হামলায় কাটা যায় কালী মায়ের নাক। চিহ্নভিন্ন করে দেওয়া হয় মায়ের মূর্তি। সেই থেকে আজও নাককাটা কালী হিসেবেই পুজো হয়ে আসছে মায়ের মূর্তি। এই পুজো হয়ে আসছে পুরুলিয়া শহরের ৭ নম্বর ওয়ার্ডের চিরাবাড়ি এলাকায়।
2/7
নাক কাটা কালী
photos
TRENDING NOW
3/7
নাক কাটা কালী
তারপর এলাকার বাসিন্দারা ডাকাতদলের হাত থেকে নিজেদের ও ফসলকে রক্ষা করতে অশ্বত্থ গাছের নিচে শ্যামা মায়ের আরাধনা শুরু করেন। ডাকাতরা এলাকায় পা রাখলেই শ্যামা মায়ের নূপুরের আওয়াজে ঘুম ভাঙত এলাকাবাসীদের। ভয়ে পালাত ডাকাতের দল । রাগে, ক্ষোভে ডাকাত দলটি শ্যামা মায়ের মূর্তি ভেঙে দেয়, মায়ের নাক কেটে দেয় ।
4/7
নাক কাটা কালী
5/7
নাক কাটা কালী
6/7
নাক কাটা কালী
7/7
নাক কাটা কালী
photos