1/6
নিজস্ব প্রতিবেদন- 'বাবা তারকনাথের চরণে সেবা লাগে'.......বছরের সেই সময়টা এসে গেছে যখন বিটি রোডের ধার থেকে এমন শব্দ ভেসে আসা স্বাভাবিক জীবনেরই অঙ্গ ছিল। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখনও চলে যায়নি। এরমধ্যেই তৃতীয় ঢেউ আসার কথা বারবার বলছেন বিশেষজ্ঞরা। সেই কথা মাথায় রেখে, লক্ষাধিক মানুষের জমায়েত এড়াতে এবছর তারকেশ্বরে শ্রাবণী মেলার উপর বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হল। সেই বিধিনিষেধের কথাই জানালেন তারকেশ্বর মন্দিরের মঠাধীশ মহন্ত মহারাজ।
2/6
গতবছর মন্দির বন্ধ রাখা হয়েছিল। তবে এবছর পুণ্যার্থীদের জন্য মন্দির খোলা থাকবে । মন্দিরে প্রবেশের সময়সীমা বাড়ানো হচ্ছে। আগে সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত খোলা থাকত মন্দির। এবার থেকে ভোর ৫.৩০ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। করোনা সম্পর্কিত সমস্ত বিধিনিষেধ মেনেই মন্দিরে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
6/6
photos