Cyclone Yaas: দিঘায় বিরাট জলোচ্ছ্বাস, দেখুন সেই ভয়ঙ্কর পরিস্থিতির ছবি

May 26, 2021, 08:14 AM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ডফল ইয়াসের। ইতিমধ্যে উত্তাল সমুদ্র। গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছে ZEE 24 Ghanta। ভরাকোটাল সঙ্গে ঘূর্ণিঝড়, ইয়াসের আগেই তাণ্ডব দেখাতে শুরু করেছে দিঘার সমুদ্র। 

2/7

বিরাট বিরাট ঢেউ আছড়ে পড়ছে। জল ঢুকে গিয়েছে এলাকায়। গর্জন করছে সমুদ্র। 

3/7

জানা যাচ্ছে দিঘা থেকে প্রায় ৭৫ কিলোমিটারের বেশি দূরেই রয়েছে ইয়াস।  ধামড়া থেকে ৩৫ কিলোমিটার বেশি দূরে। 

4/7

তৎপর রয়েছে প্রশাসন। প্রস্তত রয়েছে সেনা। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৫৫ থেকে ১৮৫ কিলোমিটার। 

5/7

ঝোড়ো হাওয়ায় সেখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বলে জানিয়েছেন Zee 24 Ghanta -র প্রতিনিধি। ল্যান্ডফলের আগেই এই পরিস্থিতি। আছড়ে পড়ার পরই বাড়বে গতিবেগ।  

6/7

7/7