ঘরের মাঠে তিন টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পর পর দুটো টেস্টে জয় টিম ইন্ডিয়ার। পুণেতে ইনিংস ও ১৩৭ রানে প্রোটিয়াদের হারায় টিম ইন্ডিয়া।
2/5
পয়লা অগাস্ট থেকে শুরু হয়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে কোহলি ব্রিগেড। ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে ১২০ পয়েন্ট পায় কোহলি ব্রিগেড।
photos
TRENDING NOW
3/5
দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। পর পর দুটো টেস্ট জিতে ভারতের পয়েন্ট এখন ২০০। এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলে চারটিতেই জিতেছে ভারত। ২০০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে কোহলি ব্রিগেড।
4/5
শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ডের মধ্যে দুই টেস্টের সিরিজ ১-১ ফলাফলে শেষ হয়েছে। ৬০ পয়েন্ট করে নিয়ে ২ ও ৩ নম্বরে রয়েছে যথাক্রমে নিউ জিল্যান্ড এবং শ্রীলঙ্কা।
5/5
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ৫ টেস্টের অ্যাসেজ সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়েছে। ৫৬ পয়েন্ট নিয়ে ৪ ও ৫ নম্বরে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।