ঝুঁকি নিয়েই রাশিয়ার সঙ্গে চুক্তি, কতটা শক্তিধর এই এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী পরিকাঠামো?
Oct 04, 2018, 11:52 AM IST
1/6
s 6
পুতিনের ভারত সফরের সময়েই রাশিয়ার সঙ্গে ৩৬৬৬৭ কোটি টাকার এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকাঠামো কেনার চুক্তি সাক্ষর করতে পারে ভারত। বৃহস্পতিবার দিল্লিতে আসছেন রুশ প্রেসিডেন্ট।
2/6
S 5
এস-৪০০ রাশিয়ার সবচেয়ে উন্নত ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকাঠামো। ইতিমধ্যেই চিনকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকাঠামো বিক্রি করেছে রাশিয়া।
photos
TRENDING NOW
3/6
S 4
বহুদিন ধরেই ভারত তার আকাশকে নিরাপদ করার চেষ্টা করছে। সেই লক্ষ্যেই এই ক্ষেপণাস্ত্র পরিকাঠামো কেনার সিদ্ধান্ত। এখনও পর্যন্ত ভারতের ৮০ শাতংশ প্রতিরক্ষা সরঞ্জাম সোভিয়েত ইউনিয়নের। সোভিয়েত ভাঙার পর ভারত অন্যান্য দেশ থেকে অস্ত্র কিনছে।
4/6
S 3
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকাঠামো হল রাশিয়ার এস-৩০০ এর উন্নত রূপ। ২০০৭ সাল থেকে এটি রুশ প্রতিরক্ষা বাহিনীর জন্য কাজ করছে। এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের থাড মিসাইলের থেকে উন্নততর বলে মনে করা হয়।
5/6
S 2
বহনযোগ্য এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী পরিকাঠামোর পাল্লা ৪০০ কিলোমিটার। এর ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪০০ কিলোমিটার।
6/6
s 1
অধিকাংশ উন্নত যুদ্ধ বিমানকে ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সিস্টেম। মার্কিন যুক্তরাষ্ট্রের এফ ৩৫ জেট সহ যে কোনও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে এস-৪০০ সিস্টেম।