নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ জেতার পর আধ ডজন রেকর্ড ভারতের ঝুলিতে
Feb 08, 2019, 22:23 PM IST
1/6
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হলেন রোহিত শর্মা। তাঁর সংগ্রহ ২২৮৮। নিউজিল্যান্ডে মার্টিন গাপ্টিল (২২৭২ রান) পার করলেন হিটম্যান। এরপর আছেন সোয়েব মালিক (২২৬৩), বিরাট কোহলি (২১৬৭) ও ব্রেন্ডন ম্যাককুলাম (২১৪০)।
2/6
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে সর্বাধিক ছয় মারার রেকর্ডও ঝুলিতে পুরলেন রোহিত। শুক্রবার ৪টি ওভার বাউন্ডারি এসেছে রোহিতের ব্যাটে। এরপরই ধোনিকে (৩৪৮) ছাড়ালেন মুম্বইকর। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয় মারার রেকর্ড ক্রিস গেইলের (৪৭৬) দখলে।
photos
TRENDING NOW
3/6
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টিটোয়েন্টিতে ১০০টি ছক্কা মারলেন রোহিত। এই কৃতিত্ব রয়েছে ক্রিস গেইল ও মার্টিন গাপ্টিলের।
4/6
টিটোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ রানের রেকর্ডের মালিক হলেন রোহিত (১৬টি অর্ধ শতরান, ৪টি শতরান)। বিরাট কোহলি ১৯টি অর্ধ শতরানের মালিক।
5/6
টেস্ট, ওয়ান ডে ও টিটোয়েন্টি- তিন ধরনের ক্রিকেটেই সর্বাধিক রানের মালিক হলেন ভারতীয়রা। সচিন তেন্ডুলকর টেস্ট (১৫,৯২১) ও একদিনের ক্রিকেটে (১৮,৪২৬) সর্বাধিক রান সংগ্রহ করেছেন।
6/6
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টিটোয়েন্টি ম্যাচ জিতল ভারত। এর আগে তিনটি ম্যাচই হেরেছিল টিম ইন্ডিয়া।