Buffalo Crossing Border: নদীতে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ 'ভারতীয়' মহিষের! চরম অসহযোগিতা বিডিআরের

Jul 26, 2023, 16:21 PM IST
1/6

বাংলাদেশে অনুপ্রবেশ 'ভারতীয়' মহিষের!

Buffalo Crossing Border

অর্ণবাংশু নিয়োগী: নদীতে ভাসতে ভাসতে বাংলাদেশে অনুপ্রবেশ 'ভারতীয়' মহিষের! এখন প্রমাণপত্র ছাড়া সেই মহিষ ফেরাত নারাজ বিডিআর। বর্তমানে মহিষগুলি বাংলাদেশের বিডিআরের প্রধান কার্যালয়ে আটক।  

2/6

বাংলাদেশে অনুপ্রবেশ 'ভারতীয়' মহিষের!

Buffalo Crossing Border

মুর্শিদাবাদের ফারাক্কা থানার বেনিয়াগ্রামের বাসিন্দা বিকাশ ঘোষ। ৬টি মহিষের মালিক তিনি। মহিষ পালন করেই চলে সংসার চলে।   

3/6

বাংলাদেশে অনুপ্রবেশ 'ভারতীয়' মহিষের!

Buffalo Crossing Border

গত ২২ জুলাই সকালে, প্রতিদিনের মত সেদিনও নদী সংলগ্ন মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যান মহিষগুলিকে। হঠাৎই মহিষগুলি নদীতে নামলে জলের তোড়ে ভেসে বাংলাদেশে চলে যায়।  

4/6

বাংলাদেশে অনুপ্রবেশ 'ভারতীয়' মহিষের!

Buffalo Crossing Border

আর তাতেই বেঁধেছে গোল! মহিষ ফিরে পেতে স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হন বিকাশ। পঞ্চায়েত তাঁর আবেদনের প্রেক্ষিতে বিএসএফ-কে জানায়। বিএসএফ যোগাযোগ করে বিডিআর-এর সঙ্গে।    

5/6

বাংলাদেশে অনুপ্রবেশ 'ভারতীয়' মহিষের!

Buffalo Crossing Border

বিডিআর-এর পক্ষ থেকে জানানো হয় ৬টি মহিষ-ই তাদের হেফাজতে প্রধান কার্যালয়ে আছে। কিন্তু, মহিষের প্রমাণপত্র ছাড়া ফেরাতে নারাজ বিডিআর।   

6/6

বাংলাদেশে অনুপ্রবেশ 'ভারতীয়' মহিষের!

Buffalo Crossing Border

এই বার্তা বিএসএফ-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিকাশ বাবুকে। ৬টি মহিষ ফিরে পেতে এখন লাগবে দূতাবাসের অনুমোদন।