লোকাল ট্রেন নিয়ে রেলের SOP, পুরোদমে গণপরিবহণ চালুর উদ্যোগ

Nov 09, 2020, 15:10 PM IST
1/5

রাজ্যকে এসওপি রেলের। যেখানে প্রত্যেক স্টেশনে রাজ্যের পুলিস থাকার আর্জি উল্লেখ রয়েছে।

2/5

রাজ্যের পুলিস যেন ঢোকা বেরোনো নিয়ন্ত্রণ ঠিক করে, সেদিকে জোর দিচ্ছে রেল। 

3/5

হকার ও ভেন্ডারকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না।

4/5

ঢোকা বেরোনোর প্রত্যেক গেটকে যেন নির্দিষ্ট করা হয় ও নিয়ন্ত্রণের জন্য রাজ্য পুলিস কে যেন সেই জায়গায় রাখা হয়।

5/5

সমস্ত বাস সংগঠনের সঙ্গে রাজ্যের বৈঠক মঙ্গবার সকালে। প্রতি  স্টেশন থেকে অটো টোটো সহ সমস্ত পরিবহনকে একশ শতাংশ রাখার নির্দেশ দেওয়া হবে রাজ্যের তরফে। নিউ নর্মালে গণ পরিবহনকে এক সুঁতোয় বাধার চেষ্টা রাজ্যের।