চিনকে ভাতে মারতে আরও একটা স্ট্রাইক, এসির আমদানি বন্ধ করল কেন্দ্র
Oct 16, 2020, 21:16 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: সীমান্তে চিনকে পাল্টা দিচ্ছে ভারত। আর্থিকভাবেও বেজিংকে কোণঠাসা করতে একাধিক পদক্ষেপ করছে সরকার। টিকটক, পাবজি-সহ একাধিক অ্যাপ নিষিদ্ধ ভারতে। এবার রেফ্রিজারেন্টস-সহ এয়ার কন্ডিশনের আমদানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। স্থানীয় উৎপাদনকারীদের উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত।
2/5
ডায়রেক্টর জেনারেল অফ ট্রেড বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রেফ্রিজারেন্টস-সহ এসির আমদানি নিষিদ্ধ তালিকায় সংশোধিত করা হচ্ছে।
photos
TRENDING NOW
3/5
ভারতে আমদানিকৃত এয়ার কন্ডিশনের বেশিরভাগটাই আসে রেফ্রিজারেন্টস-সহ। এক তৃতীয়াংশই আসে বিদেশ থেকে। তার মধ্যে এগিয়ে থাইল্যান্ড ও চিন। নিঃসন্দেহে সরকারের সিদ্ধান্ত ধাক্কা খাবে বেজিং।
4/5
গত জুলাইয়ে টেলিভিশন সেট আমদানির উপরে নিয়ন্ত্রণ আরোপ করে কেন্দ্র। জানান হয়, আমদানির জন্য ডিরেকটর জেনারেল অফ ফরেন ট্রেডের কাছ থেকে নিতে হবে লাইসেন্স।
5/5
ধীরে ধীরে আমদানির উপরে নির্ভরশীলতা কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি ঘরোয়া উৎপাদন বাড়ানোয় জোর দেওয়া হচ্ছে।