সুকান্ত মুখোপাধ্যায় : আইপিএলের শুরু হতেই শহর জুড়ে সক্রিয় বেটিং চক্র। লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই চলছে বেটিংয়ের রমরমা। গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার হানা দেয় কলকাতা পুলিস।
2/5
কলকাতা পুলিসের এআরএসের কাছে খবর ছিল। সেই মতো বৃহস্পতিবার পঞ্জাব বনাম ব্যাঙ্গালোর ম্যাচ চলাকালীন কলকাতা এবং সল্টলেকের সাতটি জায়গা থেকে ৯ জনকে গ্রেফতার করে পুলিস।
photos
TRENDING NOW
3/5
পুলিস জানিয়েছে হেয়ার স্ট্রিট, বটতলা, যাদবপুর, পার্ক স্ট্রিট এবং সল্টলেকের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই নয় জনকে গ্রেফতার করা হয়। পুলিসের সঙ্গে ছিলেন সাইবার সেলের আধিকারিকরাও।
4/5
তাদের কাছে থেকে মোবাইল, ল্যাপটপ, রাউটার উদ্ধার হয়েছে। পুলিস সূত্রে খবর অন্যান্য রাজ্য এবং আন্তর্জাতিক স্তরেও বেটিং চলছিল। দুবাই থেকেও এখানে টাকা লাগানো হয়েছিল। মোট ১৭ টা মোবাইল, ১৪ টা ল্যাপটপ, তিনটে টিভি, আর নগদ দেড় লাখ টাকা আটক করেছে পুলিস।
5/5
ওয়েস্টবেঙ্গল গ্যাম্বলিং অ্যান্ড প্রাইস কমপিটিশন অ্যাক্ট অনুয়ায়ী মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।