IPL2021: মইন আলিই প্রথম নন, এই ক্রিকেটাররাও মদের বিজ্ঞাপন করতে চাননি

Apr 06, 2021, 20:02 PM IST
1/8

Rashid Khan অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার সময় অ্যালকোহল ব্র্যান্ড ওয়েস্ট এন্ডের বিজ্ঞাপন করতে চাননি ২০১৭-১৮ মরসুমে

2/8

Imad Wasim ২০১৬ সালে জামাইকা টলওয়াহসের হয়ে সিপিএল খেলার সময় রাম প্রস্তুতকারক সংস্থা অ্যাপলটন এস্টেটের লোগো দেওয়া জার্সি পরতে চাননি

3/8

Azhar Ali ২০১৯ সালে সমারসেটের হয়ে খেলার সময় বিয়ার প্রস্তুতকারক সংস্থা ট্রিবিউট আলের লোগো দেওয়া জার্সি পরতে চাননি

4/8

Faheem Ashraf ২০১৯ সালে নর্দ্যাম্পটনশায়ারের হয়ে খেলার সময় বিয়ার প্রস্তুতকারক সংস্থা ইন্ডিয়ান পেল আলের লোগো দেওয়া জার্সি পরতে চাননি  

5/8

Hashim Amla দক্ষিণ আফ্রিকার জার্সিতে  বিয়ার প্রস্তুতকারক সংস্থা ক্যাসেল লেজারের লোগো দেওয়া জার্সি গায়ে চাপাননি

6/8

Virat Kohli ২০১৭ সালে পেপসি ও ফেয়ার অ্যান্ড লাভলির মতো ব্র্যান্ড এনডোর্স করতে চাননি

7/8

Sachin Tendulkar তামাকজাত কোম্পানির প্রস্তাব ফিরিয়ে দেন। ৯৬ সালে সেই সংস্থা চেয়েছিল সচিন তাঁর ব্য়াটে কোম্পানির লোগো ব্যবহার করক

8/8

Moeen Ali সিএসকে-র জার্সি থেকে মদের বিজ্ঞাপনের লোগো সরানোর আর্জি জানান তিনি