রেলিং ভেঙে লঞ্চার, মেট্রোর কাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঘাযতীন ব্রিজ?

Sep 18, 2018, 17:24 PM IST
1/7

ভাঙা হয়েছে রেলিং। মেট্রোর কাজের জন্য বসানো হয়েছে লঞ্চার। আর এদৃশ্য চোখে পড়তেই ক্ষুব্ধ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

2/7

নিউ গড়িয়া- এয়ারপোর্ট মেট্রোর কাজের জন্য বাঘাযতীন ব্রিজের রেলিং ভেঙে লঞ্চার বসানো হয়েছে।

3/7

দুই পিলারের মাঝে গার্ডার লাগানোর জন্যই গত ২ মাস ধরে উড়ালপুলের উপর বেশ কয়েক জায়গায় ভাঙা হয়েছে রেলিং। সেখানে বসানো হয়েছে লঞ্চার।

4/7

কিন্তু, এভাবে ব্রিজের রেলিং ভাঙায় প্রশ্ন তুলেছেন পুরমন্ত্রী। তাঁর প্রশ্ন, এভাবে লঞ্চার বসানোয় ব্রিজের উপর যে বিপুল চাপ তৈরি হয়েছে, তার জন্য কি কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্রিজের ধারণক্ষমতার অতিরিক্ত ভার চাপানোয় ভবিষ্যতে যদি ব্রিজ ভেঙে পড়ে, তাহলে মেট্রো  দায় নেবে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।

5/7

জানা গেছে, ব্রিজের রেলিং ভেঙে এভাবে লঞ্চার বসানোয় কেএমডিএ-র ইঞ্জিনিয়রদের তরফে কোনও অনুমতি দেওয়া হয়নি। তাহলে রাজ্যকে না জানিয়ে বিনা অনুমতি কীভাবে এই কাজ চলছে? প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম।

6/7

এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য় সরকারের তরফে চিঠি দেওয়া হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে।

7/7

যদিও মেট্রোর দাবি, ব্রিজের উপর কোনও অতিরিক্ত ভার পড়ছে না। ভার নেওয়ার জন্য ব্রিজের বাইরের দিকে অস্থায়ীভাবে লোহার থাম তৈরি করা হয়েছে। তাই আশঙ্কার কিছু নেই। কাজ মিটে গেলে মেট্রো ভাঙা রেলিংও ঠিক করে দেবে বলেও সূত্র মারফত জানা গেছে।